মানিকগঞ্জের সাটুরিয়ায় যাত্রীবাহী বাসের চাপায় মো. আল মামুন নামে এক মোটরসাইকেল আরোহী নিহত হয়েছেন।
ঢাকা-আরিচা মহাসড়কের সাটুরিয়ার সেকেন্ড গোলড়া এলাকায় শনিবার বেলা সাড়ে ৪টার দিকে এ দুর্ঘটনা ঘটে।
৩৫ বছর বয়সী মামুন মানিকগঞ্জের ঘিওর উপজেলার ঘিওর এলাকার আব্দুল মান্নাফের ছেলে।
গোলড়া হাইওয়ে থানার ওসি মাসুদ খান জানান, বিকেলে জরুরী কাজের জন্য ঢাকা যাচ্ছিলেন মামুন। কিন্তু সাটুরিয়ার সেকেন্ড গোলড়া এলাকায় পৌঁছালে পেছন থেকে তাকে শুভযাত্রা পরিবহনের একটি বাস ধাক্কা দেয়। এতে মোটরসাইকেল থেকে ছিটকে পড়েন মামুন।
এ সময় মাথায় গুরুতর আঘাত পেয়ে ঘটনাস্থলেই মারা যান মামুন। পরে ঘটনাস্থলে পুলিশ গিয়ে মরদেহটি উদ্ধার করে ময়নাতদন্তের জন্য মানিকগঞ্জ সদর হাসপাতালের মর্গে পাঠায়।
ওসি বলেন, ‘দুর্ঘটনার পর স্থানীয়রা বাসটিকে জব্দ করলেও চালক ও হেলপার পালিয়ে গেছে। নিহতের পরিবারের সদস্যদের খবর দেয়া হয়েছে। এ ঘটনায় হাইওয়ে থানায় একটি মামলার প্রস্তুতি চলছে।’