বাংলাদেশ

মতামত

খেলা

বিনোদন

জীবনযাপন

তারুণ্য

কিড জোন

অন্যান্য

রেস-জেন্ডার

ফ্যাক্ট চেক

স্বাস্থ্য

আন্তর্জাতিক

শিক্ষা

অর্থ-বাণিজ্য

বিজ্ঞান-প্রযুক্তি

বৃদ্ধের ২ হাত কেটে উল্লাস, ৫ জন গ্রেপ্তার

  •    
  • ১৭ ডিসেম্বর, ২০২২ ১৮:০৯

র‍্যাব কর্মকর্তা সাদিকুল জানান, ২৬ নভেম্বর টেকনাফের নাজিরপাড়ার সিদ্দিক আহম্মদের দুই হাতের কবজি কেটে বিচ্ছিন্ন করে উল্লাস করেন এলাকার কয়েকজন।

কক্সবাজারের টেকনাফের নাজিরপাড়ায় বৃদ্ধের দুই হাতের কবজি কেটে বিচ্ছিন্ন করার ঘটনায় ৫ জনকে গ্রেপ্তার করেছে র‍্যাব।

শনিবার বিকেলে কক্সবাজার র‍্যাব কার্যালয়ে প্রেস বিফ্রিংয়ে বিষয়টি নিশ্চিত করেন র‍্যাব-১৫-এর উপ-অধিনায়ক মেজর সৈয়দ সাদিকুল হক।

গ্রেপ্তার ব্যক্তিরা হলেন নুরুল হক, জাহাঙ্গীর আলম, দিল মোহাম্মদ কালু, আবুল কালাম ও ছৈয়দ উল্লাহ। তারা সবাই মামলার এজাহারভুক্ত আসামি।

র‍্যাব কর্মকর্তা সাদিকুল জানান, ২৬ নভেম্বর টেকনাফের নাজিরপাড়ার সিদ্দিক আহম্মদের দুই হাতের কবজি কেটে বিচ্ছিন্ন করে উল্লাস করেন এলাকার কয়েকজন। ছিদ্দিক আহম্মদের ছেলে রাশেদুল আলম টেকনাফ থানায় হত্যাচেষ্টা মামলা করেন।

র‍্যাব-১৫ এ ঘটনায় জড়িত ব্যক্তিদের গ্রেপ্তারে অভিযানে নামে। শুক্রবার কক্সবাজার-টেকনাফ মহাসড়কের পাশের এলাকা থেকে ৫ জনকে গ্রেপ্তার করা হয়।

গ্রেপ্তার ব্যক্তিদের বিরুদ্ধে আইনি ব্যবস্থা প্রক্রিয়াধীন বলে জানিয়েছেন র‍্যাবের এই কর্মকর্তা।

এ বিভাগের আরো খবর