নোয়াখালীর কোম্পানীগঞ্জে মুছাপুর ইউনিয়নে বন্য কুকুরের আক্রমণে ১৭৫টি ভেড়ার মৃত্যু হয়েছে বলে অভিযোগ উঠেছে। এতে আনুমানিক ৩০ লাখ টাকার ক্ষতি হয়েছে বলে দাবি করেছেন খামারমালিক নজরুল ইসলাম শাহীন চৌধুরী।
বৃহস্পতিবার (১৫ ডিসেম্বর) রাতে উপজেলার আবুল্ল্যার চরে এ ঘটনা ঘটে।
ঘটনার পর থেকে কুকুরের ভয়ে ছাগল-ভেড়াসহ গবাদিপশু মাঠে ছাড়তে সাহস পাচ্ছেন না খামারিরা।
ভুক্তভোগী খামারমালিক শাহীন দাবি করেন, ‘আমার খামারে মোট ২৭৫টি ভেড়া ছিল। বৃহস্পতিবার রাতে খামারের রাখাল সেলিম পাশের বাজারে যায়। এ সুযোগে ছয়টি বন্য কুকুর ভেড়ার খামারে হানা দেয়।
'ওই সময় কুকুরের কামড়ে মোট ১৭৫টি ভেড়া মারা যায়। মারা যাওয়া ভেড়ার মধ্যে ১৫০টি ভেড়া গর্ভবতী ছিল।’
এ বিষয়ে জানতে চাইলে সোনাগাজী উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) কামরুল হাসান বলেন, ‘ভুক্তভোগী খামারের মালিক এ বিষয়ে আমাকে অবহিত করেননি। তবে খোঁজখবর নিয়ে ব্যবস্থা নেওয়া হবে।’
জেলা প্রাণিসম্পদ কর্মকর্তা ডা. কাজী রফিকুজ্জামান বলেন, ‘আমি বিষয়টা জেনেছি। কুকুর যখন খামারের ভেতরে ঢুকে আক্রমণ করেছে তখন ভয় পেয়ে দাপাদাপির কারণে ভেড়াগুলো মারা গেছে। এটার ক্ষতিপূরণ দেয়ার মতো অবস্থা আমাদের নেই।’