দেশের সামগ্রিক উন্নয়ন এবং গ্রামের মানুষের জীবন-মান উন্নয়নে সরকারকে কার্যকর পদক্ষেপ নেয়ার দাবি জানিয়েছেন ক্ষেতমজুররা।
শনিবার জাতীয় প্রেস ক্লাবের সামনে বাংলাদেশ ক্ষেতমজুর সমিতি আয়োজিত এক বিক্ষোভ সমাবেশে তারা এই দাবি জানান।
এ সময় ৬০ বছর হলেই সক মজুরদের পেনশসহ গ্রাম-শহরের গরিবদের রেশন দেয়ার দাবি জানান সংগঠনটির নেতারা।
সমাবেশ থেকে বাংলাদেশ ক্ষেতমজুর সমিতির নেতারা বলেন, ‘বাংলাদেশে প্রায় ছয় কোটি মানুষ ক্ষেতমজুরসহ গ্রামীণমজুর হিসেবে কাজ করছেন। সংখ্যাগরিষ্ঠ এই বৃহৎ অংশ সমাজের সবচেয়ে শোষিত, বঞ্চিত, অত্যাচারিত ও অবহেলিত।
তাই ক্ষেতমজুর সমিতির দীর্ঘদিনের দাবি, বয়স ৬০ বছর হলেই মজুরদের পেনশনের আওতায় এনে মাসিক ১০ হাজার টাকা দিতে হবে। এছাড়া গ্রাম-শহরের গরিবদের রেশনিং ব্যবস্থায় নিত্যপণ্য সরবরাহ করতে হবে।
গ্রামীণ প্রকল্প ও কর্মসূচির বরাদ্দ লুটপাট বন্ধ করে সুষম উন্নয়নে সরকারকে পদক্ষেপ নিতে হবে।’