রেজাউল ইসলাম বলেন, 'রাত সাড়ে তিনটার দিকে এ ঘটনা ঘটে। পরে দগ্ধ অবস্থায় আমার ছেলে ও হাজেরা বেগমকে শেখ হাসিনা জাতীয় বার্ন ও প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউটের হাই ডিপেন্ডেন্সি ইউনিটে ভর্তি করা হয়।'
রাজধানীর মিরপুর ১৩ নম্বরের পূর্ব ইমামনগর এলাকার একটি বাসায় এসি বিস্ফোরণে দুই ব্যক্তি দগ্ধ হয়েছেন।
শুক্রবার রাতে এই ঘটনা ঘটে। দগ্ধ ব্যক্তিরা হলেন ৪৫ বছর বয়সী হাজেরা বেগম ও ১৪ বছর বয়সী মো. আরিয়ান।
আরিয়ানের বাবা রেজাউল ইসলাম বলেন, ‘রাত সাড়ে তিনটার দিকে এ ঘটনা ঘটে। পরে দগ্ধ অবস্থায় আমার ছেলে ও হাজেরা বেগমকে শেখ হাসিনা জাতীয় বার্ন ও প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউটের হাই ডিপেন্ডেন্সি ইউনিটে ভর্তি করা হয়।’
ইনস্টিটিউটের আবাসিক সার্জন এস এম আইউব হোসেন জানান, হাজেরা বেগমের শরীরের ৫০ শতাংশ ও আরিয়ানের শরীরের ৭০ শতাংশ দগ্ধ হয়েছে। দুজনের অবস্থাই আশঙ্কাজনক।