খাগড়াছড়ির দীঘিনালা উপজেলায় বাইকে ট্রাকের ধাক্কায় আবদুল আউয়াল মিরাজ নামের এক স্কুলশিক্ষক নিহত হয়েছেন।
দিঘীনালা-লংগদু সড়কে উপজেলার বেলছড়ি এলাকায় শুক্রবার রাত ৭টার দিকে এ ঘটনা ঘটে।
নিহত মিরাজ খাগড়াছড়ি সদরের মোল্লাপাড়া এলাকার নুরুন্নবীর ছেলে। তিনি হরিকুঞ্জপাড়া সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক ছিলেন।
স্থানীয়রা জানান, দুর্ঘটনার পর আহত মিরাজকে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেয়া হলে চিকিৎসক তাকে মৃত বলে জানান।
দীঘিনালা থানার উপপরিদর্শক (এসআই) সাখাওয়াত জানান, গত রাতে বাইকে করে খাগড়াছড়ি থেকে দিঘীনালার মেরুমে যাচ্ছিলেন আবদুল আউয়াল। পথে বেলছড়ি এলাকায় বিপরীত দিক থেকে আসা একটি ট্রাক তার বাইকে ধাক্কা দেয়। এতে গুরুতর আহত হন তিনি। পরে দিঘীনালা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে চিকিৎসক তাকে মৃত বলে জানান।
দুর্ঘটনার পর চালক ট্রাক নিয়ে পালিয়ে যায়। তাকে আইনের আওতায় আনা হবে।