গাজীপুরের কোনাবাড়ীতে ভবনের কক্ষ থেকে অগ্নিদগ্ধ দম্পতির মরদেহ উদ্ধার করেছে পুলিশ।
৭ নম্বর ওয়ার্ডের কুদ্দুস নগর এলাকা থেকে শনিবার সকাল সাড়ে ৬টার দিকে মরদেহ দুটি উদ্ধার করা হয়।
তাৎক্ষণিকভাবে দম্পতির বিস্তারিত পরিচয় পাওয়া যায়নি।
কোনাবাড়ী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) কে এম আশরাফ উদ্দিন জানান, ছয়তলা ভবনের নিচতলায় কক্ষ ভাড়া নিয়ে থাকতেন ওই দম্পতি। ভোরে কক্ষে ধোঁয়া উড়তে দেখে স্থানীয়রা স্টিলের দরজা ভেঙে ভেতরে প্রবেশ করে পানি ছিটিয়ে খাটে স্ত্রী ও মেঝেতে স্বামীর মরদেহ দেখতে পান।
তিনি বলেন, ‘রুমের ভেতর আগুন কিভাবে লাগল, সে বিষয়টি স্পষ্ট না। সিআইডির ক্রাইম সিন ইউনিটকে খবর দেয়া হয়েছে। তারা ঘটনাস্থলে পৌঁছে তদন্তকাজ শুরু করবেন।’