চট্টগ্রামের রাঙ্গুনিয়ায় দুই ভাইকে ছুরিকাঘাতে হত্যা করা হয়েছে। এ সময় আহত হয়েছেন আরও একজন। হত্যায় জড়িত সন্দেহে দুজনকে পুলিশ আটক করেছে।
দক্ষিণ রাঙ্গুনিয়া থানার পদুয়া ইউনিয়নের পশ্চিম খুরুশিয়ায় এলাকায় শুক্রবার বিকেলে এই ঘটনা ঘটে।
নিহতরা হলেন পশ্চিম খুরুশিয়া এলাকার ২২ বছর বয়সী মো. জালাল ও তার ১৮ বছর বয়সী ভাই মো. কামাল।
বিষয়টি নিউজবাংলাকে নিশ্চিত করেছেন দক্ষিণ রাঙ্গুনিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) ওবায়দুল ইসলাম।
তিনি জানান, গবাদিপশুর রশি ও মাটিতে খুঁটি গাঁথার মুগুর হারানো নিয়ে দুই প্রতিবেশী পরিবারের কথা-কাটাকাটি থেকে এই ঘটনা ঘটে।
ওসি বলেন, ‘নিহতদের পরিবারের গবাদি পশুর রশি ও মাটিতে খুঁটি গাঁথার মুগুর হারিয়ে গেছে। তাদের সন্দেহ ছিল প্রতিবেশী শফিকুল ইসলামের পরিবার এসব চুরি করেছে। এটা নিয়ে কথা-কাটাকাটির জেরে শফিকুলের পরিবারের লোকজন জালাল ও তার ভাইকে ছুরিকাঘাত করে। এতে ঘটনাস্থলেই তাদের মৃত্যু হয়। তাদের উদ্ধার করার সময় জালালের এক আত্মীয়ও আহত হন।’
ঘটনাস্থল থেকে প্রতিবেশী শফিকুল ইসলাম ও তার ছেলে মো. খুরশেদকে আটক করা হয়েছে বলেও তিনি জানিয়েছেন।