মানবতার কথা বলে স্বাধীনতাবিরোধীরা দেশকে ধ্বংস করতে চায় বলে মন্তব্য করেছেন খাদ্যমন্ত্রী সাধন চন্দ্র মজুমদার।
শুক্রবার বেলা ১১টার দিকে ঢাকা থেকে ভিডিও কনফারেন্সে যুক্ত হয়ে নওগাঁ জেলা আওয়ামী লীগের আয়োজনে মহান বিজয় দিবস উপলক্ষে আলোচনা সভায় তিনি এ মন্তব্য করেন।
খাদ্যমন্ত্রী বলেন, ‘স্বাধীনতাবিরোধী অপশক্তি আজকে আবারও দেশের বিরুদ্ধে ষড়যন্ত্র করছে। মানবতার কথা বলে তারা দেশকে ধ্বংস করতে চায়। ২০১৩-১৪ সালের মতো আগুন-সন্ত্রাসী করলে তাদেরকে কোনক্রমেই ছাড় দেয়া হবে না।
‘বিএনপি স্বাভাবিক রাজনীতি করলে এতে সরকারের কোনো আপত্তি নেই। আর তারা যদি আগুন-সন্ত্রাসী করে তাদের বিরুদ্ধে রুখে দাঁড়াতে হবে।’
মহান মুক্তিযোদ্ধের কথা উল্লেখ করে সাধন চন্দ্র মজুমদার বলেন, ‘বঙ্গবন্ধুর আহ্বানে সাড়া দিয়ে দেশকে মুক্ত ও স্বাধীন করার লক্ষ্যে যুদ্ধে ঝাঁপিয়ে পড়েছিল সমগ্র বাঙালি জাতি। ৩০ লাখ শহীদ এবং ২ লাখ মা-বোনের আত্মত্যাগের বিনিময়ে অর্জিত হয়েছে এ স্বাধীনতা।
‘যাদের আত্মত্যাগের বিনিময়ে আমাদের বিজয় অর্জিত হয়েছে, দেশকে ভালোবাসার মাধ্যমে তাদের প্রতি শ্রদ্ধা জানাতে হবে।’
মন্ত্রী বলেন, ‘জাতির পিতা যে অসাম্প্রদায়িক, ক্ষুধা-দারিদ্র্যমুক্ত ও উন্নত-সমৃদ্ধ সোনার বাংলাদেশ বিনির্মাণের স্বপ্ন দেখেছিলেন, সকল ষড়যন্ত্র প্রতিহত করে মহান মুক্তিযুদ্ধের চেতনায় উদ্বুদ্ধ হয়ে আমরা ঐক্যবদ্ধভাবে সেই স্বপ্ন বাস্তবায়নের কার্যকরী ভূমিকা রাখতে সবাইকে এক সঙ্গে কাজ করতে হবে দেশ ও মানুষের কল্যাণে।’
আলোচনা সভায় সভাপতিত্ব করেন জেলা আওয়ামী লীগের সভাপতি ও সাবেক সংসদ সদস্য বীর মুক্তিযোদ্ধা আব্দুল মালেক। বক্তব্য দেন সদর আসনের সংসদ সদস্য নিজাম উদ্দিন জলিল জন, জেলা আওয়ামী লীগের সহ-সভাপতি আব্দুল খালেক, আব্দুর রহমান, রফিকুল ইসলাম, যুগ্ম-সাধারণ সম্পাদক বিভাষ মজুমদার গোপাল প্রমুখ।
এতে আওয়ামী লীগ, যুবলীগ, স্বেচ্ছাসেবক লীগ, মহিলা লীগ, ছাত্রলীগের অঙ্গ ও সহযোগী সংগঠনের নেতা-কর্মীরা উপস্থিত ছিলেন। পরে সেখান থেকে একটি বিজয় র্যালি বের করে শহরের বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে।