খাগড়াছড়ি ও ঝিনাইদহে বিজয় দিবসের শোভাযাত্রায় যাওয়ার সময় বিএনপির নেতা-কর্মীদের ওপর হামলার অভিযোগ উঠেছে। তাদের অভিযোগ, আওয়ামী লীগের নেতা-কর্মীরা এ হামলা চালিয়েছে। এতে দুই জেলায় আহত হয়েছেন অন্তত ৫৫ জন।
খাগড়াছড়িখাগড়াছড়ির মানিকছড়ি ও মহালছড়ি উপজেলায় বিএনপির দলীয় কার্যালয় ও নেতা-কর্মীদের ওপর হামলা এবং ভাংচুরের অভিযোগ উঠেছে।
জেলা বিএনপির সহ-দপ্তর সম্পাদক নিপু আহমেদ স্বাক্ষরিত এক প্রেস বিজ্ঞপ্তিতে এ অভিযোগ জানানো হয়।
এতে অভিযোগ করা হয়, শুক্রবার ভোরে বিজয় দিবসে শহীদ বেদীতে শ্রদ্ধা জানতে মানিকছড়ি উপজেলা বিএনপির কার্যালয় থেকে বের হওয়ার সময় আওয়ামী লীগের নেতাকর্মীরা লাঠিসোঠা নিয়ে হামলা চালায়। এতে মানিকছড়ি উপজেলা বিএনপির সভাপতি এনামুল হক, তিনটহরী ইউনিয়ন যুবদলের যুগ্ম আহ্বায়ক মঞ্জু মিয়াসহ ৩০-৪০ জন আহত হন।
আহত কয়েকজনকে চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে বলে জানানো হয়।
বিজয় দিবসে শহীদদের শ্রদ্ধা জানাতে যাওয়ার পথে মহালছড়ি উপজেলা বিএনপির দলীয় কার্যালয়ের সামনে আওয়ামী লীগের নেতাকর্মীরা হামলা চালায় বলে অভিযোগ পাওয়া গেছে। এতেও উপজেলা বিএনপির সভাপতি আনোয়ার হোসেনসহ ১০-১২ জন আহত হন।
খাগড়াছড়ি জেলা বিএনপির সাধারণ সম্পাদক এমএন আবছার অভিযোগ করেন, বিভিন্ন উপজেলায় আওয়ামীপন্থীরা একের পর এক হামলা করলেও পুলিশ নীরব ভূমিকা পালন করছে।
অবিলম্বে দলীয় কার্যালয় ভাংচুর ও হামলার ঘটনায় জড়িতদের আইনের আওতায় আনার দাবি জানান তিনি।
ঝিনাইদহ
ঝিনাইদহের কালীগঞ্জে বিজয় দিবসের শোভাযাত্রায় আসার পথে হামলায় বিএনপির পাঁচ নেতাকর্মী আহত হয়েছেন।
শুক্রবার সকাল ৭ টার দিকে শহরের মুক্তিযোদ্ধা কমপ্লেক্সের সামনে এ ঘটনা ঘটে।
হামলায় আহত আজাদ হোসেন অভিযোগ করেন, বিজয় র্যালিতে যাওয়ার পথে তাদের উপর হামলা করে আওয়ামী লীগের নেতাকর্মীরা। এরপর স্থানীয়রা তাদের উদ্ধার করে কালীগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সসহ বিভিন্ন ক্লিনিকে নিয়ে ভর্তি করে।
এ ধরনের কোনো ঘটনা ঘটেনি বলে দাবি করেছেন কালীগঞ্জ পৌরসভার মেয়র আশরাফুল আলম আশরাফ। বলেন, এমন কোনো ঘটনা ঘটেনি। নিজেদের অভ্যন্তরীণ কোন্দলকে বিএনপি আওয়ামী লীগের উপর চালাচ্ছে।
এ ব্যাপারে কিছুই জানেন না বলে বলেছেন কালীগঞ্জ থানার ওসি আব্দুর রহিম মোল্লা।