স্বাধীনতার ৫১ বছরেও মুক্তিযুদ্ধের অঙ্গীকার বাস্তবায়ন হয়নি বলে আক্ষেপ করেছেন গণ অধিকার পরিষদের সদস্যসচিব নুরুল হক।
মহান বিজয় দিবসে জাতীয় স্মৃতিসৌধে মুক্তিযুদ্ধের বীর শহীদদের প্রতি শ্রদ্ধা জানানো শেষে সাংবাদিকদের কাছে এ আক্ষেপ করেন তিনি।
নুর বলেন, ‘আজকের এই বিজয় দিবসে আমরা যাদের আত্মত্যাগের মাধ্যমে যে রাষ্ট্র পেয়েছি, তাদের শ্রদ্ধার সঙ্গে স্মরণ করছি। যে লক্ষ্য ও উদ্দেশ্য নিয়ে তাদের জীবন বিসর্জন দিয়েছে, আজকে ৫১ বছরেও আমরা তা বাস্তবায়ন করতে পারিনি।’
ঢাকা বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদের (ডাকসু) সাবেক ভিপি বলেন, ‘মুক্তিযুদ্ধের যে অঙ্গীকার ছিল সামাজিক মর্যাদা, ন্যায়বিচার ও বৈষম্যহীন সম্প্রীতির সমাজব্যবস্থা নির্মাণ করা। আজকে আমরা দেখি যে প্রধান প্রধান রাজনৈতিক দলগুলো মুখোমুখি অবস্থানে। এখনও মানুষের মধ্যে সাম্য, মানবিক মর্যাদা, সামাজিক বৈষম্য আমরা নিরসন করতে পারিনি।’
আক্ষেপ প্রকাশ করে তিনি বলেন, ‘স্বাধীনতার ৫১ বছরেও যারা রাজনীতিতে আছেন, আমাদের পূর্ব পুরুষ যারা রাজনীতিতে আছেন, দেশ পরিচালনা করছেন, তারা এই জায়গাটায় এখনও সফল হননি।’
তরুণদের প্রতি আহ্বান জানিয়ে নুর বলেন, ‘আমরা তরুণ প্রজন্ম আগামী দিনে মুক্তিযুদ্ধের অঙ্গীকার বাস্তবায়নের মাধ্যমে মুক্তিযোদ্ধাদের স্বপ্নের সোনার বাংলা বিনির্মাণ করতে চাই।
‘আমি মনে করি, আজকের মেধাবী তরুণদের রাজনীতি সচেতন হতে হবে; দেশের প্রতি দায়িত্ববান হতে হবে। দেশকে নিয়ে তাদের ভাবতে হবে।’