পাবনা সদর উপজেলায় পূর্ব শত্রুতার জেরে ছুরিকাঘাতে ফরিদ হোসেন নামের এক ব্যক্তি নিহত হয়েছেন।
উপজেলার ভাঁড়ারা শাহী মসজিদের পাশে বৃহস্পতিবার রাত আটটার দিকে এ ঘটনা ঘটে।
নিহত ৪৫ বছর বয়সী ফরিদের বাড়ি ভাঁড়ারা ইউনিয়নের মধ্য জামুয়া গ্রামে। তাকে ছুরিকাঘাতকারী অনিক হোসেন পলাতক বলে জানিয়েছে পুলিশ।
ভাঁড়ারা ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান সুলতান মাহমুদ খান জানান, বছরখানেক আগে ফরিদের মেয়ের সঙ্গে অনিকের বাগদান হয়, কিন্তু উচ্ছৃঙ্খলতার কারণে পরে সেই বাগদান বাতিল করে ফরিদের পরিবার। মাস ছয়েক আগে তারা মেয়েকে অন্য জায়গায় বিয়ে দেয়। তারপর থেকে অনিক নানাভাবে ফরিদের পরিবারের ওপর নির্যাতন চালিয়ে আসছিলেন।
তিনি আরও জানান, বৃহস্পতিবার রাতে ভাঁড়ারা শাহী মসজিদ থেকে নামাজ পড়ে বের হওয়ার পর ফরিদকে ছুরিকাঘাত করে পালিয়ে যান অনিক। পরে স্থানীয়রা ফরিদকে পাবনা জেনারেল হাসপাতালে নিয়ে গেলে চিকিৎসক তাকে মৃত বলে জানান।
পাবনা সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা কৃপা সিন্ধু বালা জানান, নিহতের মরদেহ ময়নাতদন্তের জন্য মর্গে রাখা হয়েছে। হামলাকারীকে ধরতে অভিযান শুরু করেছে পুলিশ।