অনেক উন্নয়নের পরও রাজনৈতিকভাবে বাংলাদেশ বিপদে আছে বলে মন্তব্য করেছেন জাতীয় সমাজতান্ত্রিক দলের (জাসদ) সভাপতি হাসানুল হক ইনু।
মহান বিজয় দিবসে জাসদ নেতা-কর্মীদের নিয়ে মুক্তিযুদ্ধে শহীদদের প্রতি শ্রদ্ধা নিবেদন করতে এসে সাংবাদিকদের প্রশ্নের জবাবে এ মন্তব্য করেন তিনি।
সাবেক তথ্যমন্ত্রী বলেন, ‘মুক্তিযুদ্ধের মধ্য দিয়ে আমরা বাংলাদেশের স্বাধীনতা অর্জন করেছি। এই বড় অর্জনটা হাজার বছরের ভেতর সবচেয়ে বড় অর্জন, কিন্তু দুঃখের বিষয়, ৫১ বছর পরও বাংলাদেশের পরাজিত রাজাকার, সাম্প্রদায়িক, জঙ্গিবাদী চক্র ও তাদের রাজনৈতিক দোসররা বাংলাদেশকে এখন অস্বীকার করে সাংবিধানিক পদ্ধতি ধ্বংস করে রাজাকার সমর্থিত সরকার গড়ার চেষ্টা করছে।
‘বাংলাদেশের অনেক সমৃদ্ধি হয়েছে, অনেক উন্নয়ন হয়েছে, কিন্তু তার পরও রাজনৈতিকভাবে বাংলাদেশ এখনও বিপদের মধ্যেই পড়ে আছে এবং এই বিপদ থেকে বের হতে হবে বলে আমরা মনে করি। সাম্প্রতিককালে বিএনপি-জামায়াত সরাসরি এই বিজয়ের মাসে যারা চিহ্নিত সাজাপ্রাপ্ত রাজাকার, জঙ্গি, যুদ্ধাপরাধী, সন্ত্রাসীদের সাজা বাতিল করার দাবি তুলেছে।’
তিনি আরও বলেন, ‘আমার মনে হয় দীর্ঘদিন ধরে এই রকম কথা আমি শুনিনি। এই প্রথম প্রকাশ্যে যুদ্ধাপরাধীদের সাজা বাতিল করার কথা বলেছে; যারা সাজাপ্রাপ্ত, তাদের আলেম নামে সাজানোর চেষ্টা করছে।
‘বিএনপির এই বক্তব্যটা শুধু দুর্ভাগ্যজনক না, সমগ্র আলেম সমাজকেও অপমান করছে।’