ময়মনসিংহের গফরগাঁওয়ে লুডু খেলা নিয়ে দ্বন্দ্বের জের ধরে তমিজ উদ্দিন নামের এক তরুণকে হত্যার ঘটনায় দুজনকে গ্রেপ্তার করেছে র্যাব।
জেলার ঈশ্বরগঞ্জ পৌর এলাকা থেকে বৃহস্পতিবার সকালে তাদের গ্রেপ্তার করা হয়। ময়মনসিংহ র্যাব-১৪ কার্যালয় থেকে পাঠানো এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে।
গ্রেপ্তাররা হলেন গফরগাঁও উপজেলার পাগলা থানাধীন পাঁচবাগ ইউনিয়নের খুরশিদ মহল ভাটিপাড়া এলাকার ২৩ বছর বয়সী বিপ্লব মিয়া ও ৫০ বছর বয়সী আসাদ ঢালী।
১৭ বছর বয়সী নিহত তমিজ উদ্দিন একই এলাকার মোফাজ্জল মিয়ার ছেলে।
ময়মনসিংহ র্যাব-১৪ কার্যালয়ের সিনিয়র সহকারী পরিচালক আনোয়ার হোসেন বলেন, গত ৭ নভেম্বর সন্ধ্যায় ভাটিপাড়ার একটি মসজিদের পাশে লুডু খেলছিল তমিজ, বিপ্লব, রিয়াদ, আসাদ ঢালীসহ কয়েকজন।
খেলার একপর্যায়ে তাদের মধ্যে ঝগড়া শুরু হলে লোহার রড দিয়ে তমিজকে পিটিয়ে গুরুতর আহত করা হয়।
স্থানীয়রা তাকে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে চিকিৎসকের পরামর্শে ময়মনসিংহ মেডিক্যাল কলেজ হাসপাতালে নিয়ে ভর্তি করেন। সেখানে চিকিৎসাধীন অবস্থায় ৯ নভেম্বর মারা যান তমিজ।
এ ঘটনায় পরদিন সকালে বিপ্লব, রিয়াদ, আসাদ ঢালীসহ চারজনের নাম উল্লেখ করে এবং অজ্ঞাতপরিচয় আরও কয়েকজনকে আসামি করে পাগলা থানায় মামলা করা হয়।
গ্রেপ্তার আসামিদের সংশ্লিষ্ট থানায় হস্তান্তর করা হয়েছে।