রাজধানীর যাত্রাবাড়ীতে বাসচাপায় এক শিশুর মৃত্যু হয়েছে। আহত হয়েছেন এক নারী। চৌরাস্তায় বৃহস্পতিবার সন্ধ্যা ৬টার দিকে এ ঘটনা ঘটে।
শিশুর নাম ইভা আক্তার। তার বয়স ৪।
যাত্রাবাড়ী থানার উপপরিদর্শক (এসআই) মোহাম্মদ আনোয়ার হোসেন এসব নিশ্চিত করেছেন।
তিনি বলেন, ‘যাত্রাবাড়ী চৌরাস্তায় দক্ষিণ পাশ থেকে উত্তরে ফলপট্টির দিকে রাস্তা পার হওয়ার সময় একটি বাস তাদের ধাক্কা দেয়। শিশুটি তখন তার দাদির কোলে ছিল। ধাক্কায় সে রাস্তায় পড়ে যায়। এ সময় ওই বাসটি শিশুটিকে চাপা দেয়। এতে ঘটনাস্থলেই তার মৃত্যু হয়। দাদি মমতাজ বেগম আহত হয়েছেন।
‘গাড়িটিকে শনাক্ত করতে পারিনি। তবে সিসিটিভি ক্যামেরার ফুটেজ দেখে শনাক্তের চেষ্টা চলছে।’
মনতাজ বেগমের জামাতা আব্দুর রহমান লিটন বলেন, ‘ইভা বাবা-মায়ের সঙ্গে লালবাগ শহীদ নগর ৫ নম্বর গলিতে থাকত। সন্ধ্যার দিকে ইভা তার বাবা-মা ও দাদিসহ চার-পাঁচজন এক আত্মীয়ের বাসা চিটাগাং রোড বেড়াতে যাচ্ছিল। পথে এ দুর্ঘটনা ঘটে।
‘তাদের গ্রামের বাড়ি শরীয়তপুর জেলার ঢালিকান্দিতে। ইভার বাবার নাম ইব্রাহিম আহমেদ।’