বাংলাদেশ

মতামত

খেলা

বিনোদন

জীবনযাপন

তারুণ্য

কিড জোন

অন্যান্য

রেস-জেন্ডার

ফ্যাক্ট চেক

স্বাস্থ্য

আন্তর্জাতিক

শিক্ষা

অর্থ-বাণিজ্য

বিজ্ঞান-প্রযুক্তি

আকাশে হঠাৎ উজ্জ্বল আলোয় কৌতূহল

  •    
  • ১৫ ডিসেম্বর, ২০২২ ২১:১২

খুলনা ও বাগেরহাটের প্রত্যক্ষদর্শীরা জানায়, এই আলোর ঝলক দেখা গেছে বৃহস্পতিবার সন্ধ্যা ৬টা ২০ মিনিটের দিকে; ১ থেকে ৩ মিনিট স্থায়ী ছিল আলোটি।

দেশের দক্ষিণাঞ্চলের আকাশে বৃহস্পতিবার সন্ধ্যায় কয়েক মিনিটের জন্য উজ্জ্বল আলোর ঝলক দেখা গেছে। বাগেরহাট ও খুলনা থেকে অনেকেই সেই আলো দেখেছেন। এই আলো কীসের- তা নিয়ে সেখানকার লোকজনের মধ্যে কৌতূহল তৈরি হয়েছে। সেই আলোর ছবি ফেসবুকেও ছড়িয়ে পড়েছে। ভারতীয় আনন্দবাজার পত্রিকার ওয়েবসাইটেও সেখান থেকে এই উজ্জ্বল আলো দেখা যাওয়ার কথা জানিয়েছে।

আবহাওয়াবিদরা বলছেন, উল্কা বা ধূমকেতু হতে পারে সেটি। তবে তারা এখনই নিশ্চিত করে তা বলতে পারছেন না। আর ভারতীয় সংবাদ সংস্থা এএনআই- এর উদ্ধৃতি দিয়ে আনন্দবাজার জানিয়েছে, সে দেশের উড়িষ্যা চাঁদিপুর থেকে ক্ষেপণাস্ত্রের উৎক্ষেপণ ঘটানো হয়েছে বৃহস্পতিবার সন্ধ্যায়। সেটিরই আলো দেখা গেছে এভাবে।

খুলনা ও বাগেরহাটের প্রত্যক্ষদর্শীরা জানায়, এই আলোর ঝলক দেখা গেছে বৃহস্পতিবার সন্ধ্যা ৬টা ২০ মিনিটের দিকে; ১ থেকে ৩ মিনিট স্থায়ী ছিল আলোটি।

বাগেরহাট সদর থেকে সেই আলো দেখেছেন স্থানীয় আব্দুল্লাহ আল ইমরান। তিনি বলেন, ‘আকাশের দক্ষিণ দিকে হঠাৎ করে একটি আলো দেখতে পাই। সেটি বেশ উজ্জ্বল ছিল। দ্রুতগতিতে সেটি আবার কিছুক্ষণের মধ্যে হারিয়ে গেছে।’

বাগেরহাটে মোড়েলগঞ্জে সীতা রানি বলেন, ‘প্রথমে আকাশে আলোটি দেখে আমি বেশ ভয় পেয়ে যাই। পরে অন্যদের ডেকে সেটি দেখাই। সেটি আসলে কেউ বুঝতে পারেনি। আমি নিজেও এর আগে কোনোদিন এই রকম কিছু আকাশে দেখি নাই।’

খুলনার কয়রা গোপাল মুণ্ডা বলেন, ‘আকাশে জ্বলন্ত আগুন ছুটতে দেখে আমাদের এলাকায় বেশ কৌতূহল সৃষ্টি হয়েছে। এলাকার বয়স্ক মানুষও এটি নিয়ে কিছু ব্যাখ্যা দিতে পারেননি।’

আলোর ছবি ফেসবুকে পোস্ট করে বায়েজিদ নামে একটি আইডি থেকে লেখা হয়েছে- ‘এটা কি ছিল বুঝতে পারলাম না।’

শেখ সোলাইমান নামে আরেকজন ছবি দিয়ে লিখেছেন, ‘উল্কা বা ধুমকেতু হতে পারে। বিষয়টি আমরা ক্লিয়ার না।’

এ বিষয়ে জানতে চাইলে খুলনার আঞ্চলিক আবহাওয়া অফিসের সিনিয়র আবহাওয়াবিদ মো. আমিরুল আজাদ বলেন, ‘সন্ধ্যা ৬টা থেকে ৭টার মধ্যে আকাশে জ্বলন্ত একটি ব্স্তু দেখতে পাওয়ার সংবাদ পেয়েছি। সেটি উল্কা বা ধুমকেতু হতে পারে। অন্যকিছুও হতে পারে। এটা এখনও আমি স্পষ্ট করে কিছু বলতে পারছি না।’

ঢাকা বিশ্ববিদ্যালয়ের আবহাওয়া বিজ্ঞান বিভাগের চেয়ারম্যান তওহীদা রশিদ বলেন, ‘আপনাদের সরবরাহ করা ছবি এবং ভিডিও দেখে প্রাথমিকভাবে মনে হচ্ছে এটি কোনো উল্কাপিণ্ড হতে পারে। এরকম কখনও কখনও দেখা যায়। তবে আরও কনফার্ম হওয়া দরকার।’

আবহাওয়াবিদ ওমর ফারুক নিউজবাংলাকে বলেন, ‘আমিও এমন শুনেছি... আবহাওয়া অধিদপ্তর এমন কোনো আলো পর্যবেক্ষণ করেনি। তাই এই বিষয়ে কোনো ধারণা নেই।’

ভারতীয় আনন্দবাজার পত্রিকার প্রতিবেদনে বলা হয়েছে, কলকাতা থেকে বৃহস্পতিবার সন্ধ্যায় আচমকা আলোর ঝলক দেখা গেছে। সংবাদ সংস্থা এএনআইয়ের বরাতে প্রতিবেদনে বলা হয়েছে, উড়িষ্যার চাঁদিপুর থেকে ক্ষেপণাস্ত্রের উৎক্ষেপণ ঘটানো হয়েছে। চাঁদিপুর থেকে বাঁকুড়া কাছাকাছি হওয়ায় সন্ধ্যার আকাশে সেই আলো অনেকটা স্পষ্টভাবে দেখা গিয়েছে।

এ বিভাগের আরো খবর