প্রধানমন্ত্রী শেখ হাসিনা ২৮ ডিসেম্বর মেট্রোরেল উদ্বোধন করবেন বলে জানিয়েছেন আওয়ামী লীগ সাধারণ সম্পাদক এবং সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের।
বৃহস্পতিবার আওয়ামী লীগের ২২তম জাতীয় কাউন্সিল উপলক্ষে গঠিত অভ্যর্থনা উপকমিটির বৈঠক শেষে তিনি সাংবাদিকদের এ তথ্য জানান। আওয়ামী লীগ সভাপতির ধানমন্ডির রাজনৈতিক কার্যালয়ে এই সভা অনুষ্ঠিত হয়।
ওবায়দুল কাদের বলেন, প্রধানমন্ত্রী শেখ হাসিনা নিজে উপস্থিত থেকে ২৮ ডিসেম্বর রাজধানীর উত্তরার দিয়াবাড়ি থেকে আগারগাঁও পর্যন্ত মেট্রোরেল উদ্বোধন করবেন।
এ সময় তিনি বলেন, ‘যারা রাষ্ট্রীয় কাঠামো ধ্বংস করেছিল, তারাই আবার রাষ্ট্রীয় কাঠামো মেরামত করতে চায়, যা হাস্যকর। ওরা সমালোচনা করুক, আমরা কাজ করে জবাব দেবো।’
১০ ডিসেম্বর সোহরাওয়ার্দী উদ্যানে সমাবেশ না করায় বিএনপির সমালোচনা করেন আওয়ামী লীগ সাধারণ সম্পাদক। তিনি বলেন, স্বাধীনতার স্মৃতিবিজড়িত সোহরাওয়ার্দী উদ্যানে তারা গেলেন না, গেলেন গরুর হাটে। তাদের সব স্বপ্ন কর্পূরের মতো উবে গেছে।’
অভ্যর্থনা উপকমিটির আহ্বায়ক শেখ ফজলুল করিম সেলিমের সভাপতিত্বে বৈঠকে অংশ নেন আওয়ামী লীগ উপদেষ্টামণ্ডলীর সদস্য আমির হোসেন আমু, যুগ্ম সাধারণ সম্পাদক মাহবুব উল আলম হানিফ, দীপু মনি, আ ফ ম বাহাউদ্দিন নাছিম ও দপ্তর সম্পাদক ব্যারিস্টার বিপ্লব বড়ুয়া।
এ ছাড়াও পররাষ্ট্রমন্ত্রী ড. এ কে এম আব্দুল মোমেন ও ঢাকা দক্ষিণ সিটি করপোরেশনের মেয়র শেখ ফজলে নূর তাপস বৈঠকে উপস্থিত ছিলেন।