বিএনপির আন্দোলন জনগণের জন্য নয় উল্লেখ করে বাগেরহাট-২ আসনের সংসদ সদস্য শেখ তন্ময় বলেছেন, ‘তাদের ১০ দাবির মধ্যে সাধারণ মানুষের জন্য কিছু নেই।’
বাগেরহাট সরকারি মাধ্যমিক বিদ্যালয় মাঠে বৃহস্পতিবার দরিদ্রদের মধ্যে শীতবস্ত্র বিতরণের সময় তিনি এ কথা বলেন।
শেখ তন্ময় বলেন, ‘এত আয়োজন করে বিএনপি ১০টি দাবি দিয়েছে, এর মধ্যে ছয়টি জামায়াত-শিবিরের নেতা-কর্মীকে কারামুক্ত করা। দাবির মধ্যে সাধারণ মানুষের জন্য, আপনার-আমার জন্য কিছু নেই। দেশের মানুষ তাদের এই অন্যায় দাবি মেনে নেবে না। বিএনপির এই আন্দোলন জনগণের জন্য নয়’
তিনি বলেন, ‘ক্ষমতায় থাকাকালে জামায়াত-বিএনপি এই বাগেরহাটেও অবর্ণনীয় নির্যাতন করেছে। ভবিষ্যতে ক্ষমতায় এলে আবারও নির্যাতন করবে সারা দেশে। দেশের উন্নয়ন ও মানুষের শান্তির জন্য শেখ হাসিনাকে ক্ষমতায় আনতে সবাইকে ঐক্যবদ্ধ থাকতে হবে।’
বাগেরহাট পৌর আওয়ামী লীগের আয়োজনে শীতবস্ত্র বিতরণ অনুষ্ঠানে অন্যদের মধ্যে বক্তব্য দেন, জেলা আওয়ামী লীগের সহসভাপতি ফরিদ উদ্দিন, সাধারণ সম্পাদক ভূইয়া হেমায়েত উদ্দিন ও পৌর মেয়র খান হাবিবুর রহমান।
অনুষ্ঠানে বাগেরহাট পৌর এলাকার তিন হাজার মানুষকে শীতবস্ত্র দেয়া হয়েছে। এ সময় প্রধানমন্ত্রীর কার্যালয়ের অনুদানের ২০টি চেক তুলে দেয়া হয়।