বাংলাদেশ

মতামত

খেলা

বিনোদন

জীবনযাপন

তারুণ্য

কিড জোন

অন্যান্য

রেস-জেন্ডার

ফ্যাক্ট চেক

স্বাস্থ্য

আন্তর্জাতিক

শিক্ষা

অর্থ-বাণিজ্য

বিজ্ঞান-প্রযুক্তি

কলেজছাত্রসহ টাঙ্গাইলে সড়কে ঝরল ৩ প্রাণ

  •    
  • ১৫ ডিসেম্বর, ২০২২ ১৫:৪১

টাঙ্গাইলের ভূঞাপুরের তারাকান্দি-ভূঞাপুর সড়কের জগৎপুরা এলাকায় ট্রাকের ধাক্কায় সিএনজিচালিত অটোরিকশা দুমড়েমুচড়ে যায়। এতে অটোতে থাকা কলেজছাত্র মো. ইশরাক নিহত হন। আহত হন তার বাবা সোলায়মান।

টাঙ্গাইলের মির্জাপু‌র, ভুঞাপু‌র ও বাসাইলে আলাদা সড়ক দুর্ঘটনায় ক‌লেজছাত্রসহ তিনজন নিহত হ‌য়ে‌ছে।

এতে আহত হ‌য়ে‌ছে ১২ জন। আহত‌দের উদ্ধার ক‌রে বিভিন্ন হাসপাতা‌লে ভর্তি করা হয়ে‌ছে।

বৃহস্পতিবার সকালে টাঙ্গাইলের তিন উপজেলায় এসব দুর্ঘটনা ঘটে।

সকাল সা‌ড়ে ৯টার দি‌কে টাঙ্গাইলের ভূঞাপুরের তারাকান্দি-ভূঞাপুর সড়কের জগৎপুরা এলাকায় ট্রাকের ধাক্কায় সিএনজিচালিত অটোরিকশা দুমড়েমুচড়ে যায়। এতে অটোতে থাকা কলেজছাত্র মো. ইশরাক নিহত হন। আহত হন তার বাবা সোলায়মান। তাদের বাড়ি জামালপুরের সরিষাবাড়ীর থল এলাকায়। এতে আহত হয় আরও একজন। আহতদের উদ্ধার করে টাঙ্গাইল জেনারেল হাসপাতালে পাঠানো হয়।

ইশরা‌কের স্বজন জানান, ‘বাবার সঙ্গে ইশরাক টাঙ্গাইলের মাওলানা ভাসানী প্রযু‌ক্তি বিশ্ব‌বিদ‌্যাল‌য়ে ভ‌র্তি হ‌তে যা‌চ্ছিল। কিন্তু পথিমধ্যে বালুবাহী বেপরোয়া ট্রাকচাপা দিয়ে তার জীবন কেড়ে নিল।’

এ ছাড়া সকাল ৯টার দি‌কে ঢাকা-টাঙ্গাইল মহাসড়কে মির্জাপু‌রের পোস্টকামুরী চড়পাড়া, দুল্যা, ইচাইল, কুরনী, শুভূল্যা ও ধল্যা নামক স্থানে এসব দুর্ঘটনা ঘটে। দুর্ঘটনায় অ্যাম্বুলেন্স, মালভর্তি ট্রাক, পিকআপ, প্রাইভেট, যাত্রীবাহী বাসসহ কমপক্ষে ২০টি যানবাহন দুর্ঘটনায় পড়ে। এ সময় একটি পিকআপ ট্রাকে পেছন থেকে ঢাকাগামী দ্রুতগতির একটি বাস ধাক্কা দিলে বা‌সের হেলপার নিহত হয়। পরে মির্জাপুর থানা ও গোড়াই হাইওয়ে থানা পুলিশ দুর্ঘটনাকবলিত যানবাহন রেকারের সাহায্যে সরিয়ে নেয়।

গোড়াই হাইওয়ে থানা ভারপ্রাপ্ত কর্মকর্তা ও ভুঞাপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা ঘটনার সত‌্যতা স্বীকার ক‌রেছেন।

এ বিষয়ে মির্জাপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শেখ আবু সালেহ মাসুদ করিম জানান, কুয়াশার কারণে চালক নিয়ন্ত্রণ হারিয়ে সামনের গাড়িতে ধাক্কা মারে। এভাবে কয়েকটি দুর্ঘটনা ঘটেছে। এ দুর্ঘটনায় একজন মারা গেছেন।

অন্যদিকে ঢাকা-টাঙ্গাইল মহসড়কের বাসাইল ‍উপজেলার বাঐখোলা এলাকায় ঢাকাগামী একটি মোটরসাইকেলকে অজ্ঞাতনামা একটি গাড়ি পেছন থেকে চাপা দিলে এক মোটরসাইকেল আরোহী নিহত হন।

নিহত দুজনের লাশ গোড়াই হাইওয়ে থানায় ও একজনের লাশ ভূঞাপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স হাসপাতাল মর্গে রয়েছে।

এ বিভাগের আরো খবর