বুয়েট শিক্ষার্থী ফারদিন নূর পরশের আত্মহত্যা করেছেন জানিয়ে ঢাকা মহানগর গোয়েন্দা শাখার (ডিবি) প্রধান হারুন অর রশীদ যে বক্তব্য দিয়েছেন সেটির প্রতি সংক্ষুব্ধ হয়ে প্রতিবাদ সমাবেশ ডাকে বুয়েট শিক্ষার্থীরা। তবে ডিবির অনুরোধে তারা সেই সমাবেশ স্থগিত করেছে বলে জানান।
পূর্বঘোষিত কর্মসূচি অনুযায়ী বৃহস্পতিবার সকাল ১০টায় বুয়েটের শহীদ মিনারে এই প্রতিবাদ সমাবেশ হওয়ার কথা ছিল।
এরপর সকাল সাড়ে ১০টায় ফারদিনের সহপাঠী বুয়েট শিক্ষার্থী মো. তাহমিদ সমাবেশ স্থগিতের কথা জানান।
তাহমিদ বলেন, ‘গতকাল (বুধবার) রাত পর্যন্ত আমাদের প্রতিবাদ সমাবেশ করার কথা ছিল। কিন্তু রাতেই আমাদের ডিএসডব্লিউ স্যারের (ছাত্র কল্যাণ দপ্তরের পরিচালক অধ্যাপক মিজানুর রহমান) থ্রোতে আমাদের কাছে ডিবির একটা বার্তা আসে। এরপর রাতেই ডিবির উচ্চপদস্থ কর্মকর্তা পরিচয় দিয়ে আমাদেরকে একজন ফোন দেন। তিনি আমাদের জানিয়েছে, ফারদিন যে আত্মহত্যা করেছে সেটা নিয়ে আমরা যেন তাদের ইনভেস্টিগেশন রিপোর্টগুলো দেখি। এরপরও আমাদের আপত্তি থাকলে তারপর যেন আমরা আমাদের প্রোগ্রাম কন্টিনিউ করি।’
তাহমিদ বলেন, ‘তাদের ইনভেস্টিগেশন রিপোর্ট দেখতে আমাদের আজকে সকাল ১১টায় যেতে বলা হয়েছে। আমরা এখন রওনা দিয়েছি।’
এই বিষয়ে জানতে অধ্যাপক মিজানুর রহমানকে একাধিকবার ফোন দেয়া হলেও তিনি ফোন রিসিভ না করায় তার বক্তব্য জানা হয়নি।
এর আগে গতকাল রাতে ফারদিনের সহপাঠী মাশিয়াত জাহিন বলেন, ‘ডিবিপ্রধান আজকে (বুধবার) যে ব্রিফ করেছেন সেই ব্রিফের প্রেক্ষিতে আমাদের কালকের (বৃহস্পতিবার) প্রতিবাদ সমাবেশ।
তিনি বলেন, ‘আমাদের কাছে সবকিছু কোহেরেন্ট (স্বচ্ছ) মনে হচ্ছে না। আমাদের কাছে মনে হচ্ছে না এটা সুইসাইড (আত্মহত্যা) ছিল। এই বিষয়ে আমাদের কিছু কথা আছে।’
মাহিয়াত বলেন, ‘আমরা কেন এটিকে সুইসাইড মনে করছি না সেই বিষয়গুলো নিয়ে আমরা কথা বলতে চাই। সেজন্য আমরা প্রতিবাদ সমাবেশ ডেকেছি।’