গাইবান্ধার পলাশবাড়ীতে বাসের ধাক্কায় অটোরিকশার তিন যাত্রী নিহত হয়েছেন।
গাইবান্ধা-পলাশবাড়ী সড়কে উপজেলার সাঁকোয়া মাঝিপাড়া এলাকায় বৃহস্পতিবার সকাল ৮টার দিকে এ দুর্ঘটনা ঘটে।
নিহত তিনজন হলেন গাইবান্ধা সদরের তুলসীঘাট দুর্গাপুর গ্রামের শামীম, জয়পুরহাটের পাঁচবিবি এলাকার শিমু সরকার ও শাকিল মিয়া।
আরও কেউ হতাহত থাকতে পারে বলে ধারণা করছে পুলিশ।
প্রত্যক্ষদর্শীদের বরাত দিয়ে পলাশবাড়ী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মাসুদ রানা নিউজবাংলাকে জানান, সকালে গাইবান্ধা থেকে যাত্রী নিয়ে পলাশবাড়ীর দিকে যাচ্ছিল অটোরিকশাটি। পথে সাঁকোয়া মাঝিপাড়ায় অটোরিকশাকে ধাক্কা দেয় ঢাকা থেকে ছেড়ে আসা একটি বাস। এতে অটোরিকশা থেকে ছিটকে রাস্তায় পড়ে ঘটনাস্থলেই তিন যাত্রী নিহত হন।
ওসি আরও বলেন, ধারণা করা হচ্ছে, বাসটি অটোরিকশাকে চাপা দিয়ে দ্রুত পালিয়ে গেছে। এটি শনাক্তের চেষ্টা চলছে।