বাংলাদেশ

মতামত

খেলা

বিনোদন

জীবনযাপন

তারুণ্য

কিড জোন

অন্যান্য

রেস-জেন্ডার

ফ্যাক্ট চেক

স্বাস্থ্য

আন্তর্জাতিক

শিক্ষা

অর্থ-বাণিজ্য

বিজ্ঞান-প্রযুক্তি

বন্দর থেকে পাইপলাইনে আসবে তেল, কমতে পারে দামও

  •    
  • ১৪ ডিসেম্বর, ২০২২ ২২:৩২

বিদ্যুৎ ও জ্বালানি প্রতিমন্ত্রী নসরুল হামিদ বিপু জানান, পাইপলাইনে তেল সরবরাহ করতে স্কাটার্স সিস্টেম স্থাপন করা হয়েছে। পাইপলাইন স্থাপনের কাজ তদারকি করছে বাংলাদেশ সেনাবাহিনীর ইঞ্জিনিয়ারিং কোরের ২৪ ও ৩৪ ফ্রিগেট।

নিরবচ্ছিন্ন জ্বালানি তেলের সরবরাহ নিশ্চত করতে চট্টগ্রামের পতেঙ্গা থেকে নারায়ণগঞ্জের গোদনাইল ডিপো পর্যন্ত পাইপলাইন স্থাপন করছে সরকার। আগামী বছরের মধ্যে এ পাইপালাইন দিয়ে জ্বালানি তেল সরবরাহ হবে বলে আশা করছেন বিদ্যুৎ ও জ্বালানি প্রতিমন্ত্রী নসরুল হামিদ বিপু।

বুধবার দুপুরে নারায়ণগঞ্জের সিদ্ধিরগঞ্জের গোদনাইল এলাকায় মেঘনা ডিপোর রিসিভার টার্মিনাল স্থাপনের কাজ পরিদর্শন শেষে এসব কথা বলেন প্রতিমন্ত্রী।

তিনি বলেন, ‘বিশ্ববাজারের সঙ্গে তেলের দাম সমন্বয় করে দাম নির্ধারণের কাজ চলেছ। ইতোমধ্যে পাইপলাইনের কাজও অনেকদূর এগিয়ে গেছে। আগামী দুই বছরের মধ্যে পাইপালাইন দিয়েই চট্রগ্রাম থেকে নারায়ণগঞ্জে জ্বালানি তেল সরবরাহ হবে। এতে পরিবহন খাতে জ্বালানি তেলের দাম অনেক সাশ্রয়ী হবে।’

প্রতিমন্ত্রী জানান, আগে বড় জাহাজ থেকে ছোট ছোট লাইটার জাহাজে করে পতেঙ্গায় তেল নিয়ে আসা হতো। সেখান থেকে গাড়িতে বা ছোট ছোট জাহাজে করে বিভিন্ন ডিপোতে সরবরাহ করা হতো। এ ক্ষেত্রে বড় জাহাজটি ১২-১৪ দিন বসে থাকার কারণে ডেমারেজ গুনতে হতো।

প্রতিমন্ত্রী আরও জানান, পাইপলাইনে তেল সরবরাহ করতে স্কাটার্স সিস্টেম স্থাপন করা হয়েছে। পাইপলাইন স্থাপনের কাজ তদারকি করছে বাংলাদেশ সেনাবাহিনীর ইঞ্জিনিয়ারিং কোরের ২৪ ও ৩৪ ফ্রিগেট।

২০১৬- ২০১৭ সালে এই কাজ শুরু হলেও করোনার কারণে দুই বছর বন্ধ ছিল।

পরে শিবু মার্কেট এলাকায় তেল সরবরাহেব পাইপলাইনের কাজ ও ফতুল্লার মেঘনা পেট্রোলিয়াম ডিপো প্রস্তাবিত রিসিভ টার্মিনালের নির্মাণকাজ পরিদর্শন করেন প্রতিমন্ত্রী। জেলা প্রশাসকের কার্যলয়ের সামনে নির্মিত বঙ্গবন্ধুর ম্যুরালেও শ্রদ্ধাজ্ঞাপন করেন।

এ সময় উপস্থিত ছিলেন নারায়ণগঞ্জ সিটি করপোরেশনের মেয়র ডা. সেলিনা হায়াত আইভি, বিপিসির চেয়ারম্যান এবিএম আজাদ, জেলা প্রশাসক মঞ্জুরুল হাফিজ, জেলা আওয়ামী লীগের সভাপতি আব্দুল হাই সহ বিপিসির ও সেনাবাহনীর ইঞ্জনিয়ারিং কোরের ঊর্ধ্বতন কর্মকর্তারা।

এ বিভাগের আরো খবর