দুই হাজার কোটি টাকা পাচারের অভিযোগে দায়ের করা মামলায় জামিন পাননি সাবেক স্থানীয় সরকার মন্ত্রী ইঞ্জিনিয়ার খন্দকার মোশাররফ হোসেনের ভাই খোন্দকার মোহতেশাম হোসেন বাবর।
বুধবার বিচারক মো. বদরুজ্জামান ও এস এম মাসুদ হোসাইন দোলনের হাইকোর্ট বেঞ্চ তার জামিন আবেদন উত্থাপিত হয়নি মর্মে খারিজ করে দেন।
আদালতে আবেদনের পক্ষে ছিলেন আইনজীবী সৈয়দ মিজানুর রহমান। রাষ্ট্রপক্ষে ছিলেন ডেপুটি অ্যাটর্নি জেনারেল সুজিত চ্যাটার্জি।
এর আগেও, চলতি বছরের ১৪ জুন হাইকোর্টের আরেকটি বেঞ্চ তার জামিন আবেদন উত্থাপিত হয়নি মর্মে খারিজ করে দিয়েছিল।
দুই হাজার কোটি টাকা পাচারের মামলায় মোহতেশামসহ ১০ জনের বিরুদ্ধে ২০২১ সালের ৩ মার্চ অভিযোগপত্র দেয় সিআইডি। ঢাকা মহানগর হাকিম আদালতের সংশ্লিষ্ট শাখায় এ অভিযোগপত্র দাখিল করেন সিআইডির সহকারী পুলিশ সুপার উত্তম কুমার বিশ্বাস।
ওই বছরের ৩০ সেপ্টেম্বর ১০ জনের বিরুদ্ধে অভিযোগপত্র গ্রহণ করে আদালত। সেই সঙ্গে বাবরসহ পাঁচজনের বিরুদ্ধে আদালত গ্রেপ্তারি পরোয়ানা জারি করে।
এরপর চলতি বছরের ৭ মার্চ রাত ৩টার দিকে রাজধানীর বসুন্ধরা এলাকা থেকে মোহতেশামকে গ্রেফতার করা হয়। এরপর থেকে তিনি কারাগারে আছেন।