বাংলাদেশ

মতামত

খেলা

বিনোদন

জীবনযাপন

তারুণ্য

কিড জোন

অন্যান্য

রেস-জেন্ডার

ফ্যাক্ট চেক

স্বাস্থ্য

আন্তর্জাতিক

শিক্ষা

অর্থ-বাণিজ্য

বিজ্ঞান-প্রযুক্তি

মানিকচরের জমি বিক্রিতে স্থিতি আদেশ হাইকোর্টের

  •    
  • ১৪ ডিসেম্বর, ২০২২ ২০:০৯

কক্সবাজারের চকরিয়ার উপজেলার ভেওলা মানিকচর ইউনিয়নের পাহাড়িয়াপাড়া এলাকায় ৪১ একর খাস জমি সম্প্রতি খাস অবমুক্ত করে দেয় ভূমি অফিস। ভূমি অফিসের একজন কর্মকর্তা নিজে পাওয়ার অব অ্যাটর্নি নিয়ে বরাদ্দ পাওয়া জমি বিক্রি করে দিয়েছেন। সেখানে ১৯৮১ সাল থেকে কয়েক হাজার মানুষ লিজ নিয়ে বসবাস করে আসছেন।

কক্সবাজারের চকরিয়া উপজেলার ৪১ একর জমি বিক্রি, হস্তান্তরসহ সব কাজে স্থিতিবস্থা জারি করেছে হাইকোর্ট। ভেওলা মানিকচর ইউনিয়নের পাহাড়িয়াপাড়া এলাকার খাস জমিকে অবমুক্ত করার ঘোষণাকে কেন বেআইনী বলা হবে না, তা জানতে চেয়ে রুল জারি করেছে আদালত।

এ সংক্রান্ত এক রিট আবেদনের শুনানি নিয়ে বুধবার বিচারপতি জাফর আহমেদ ও বিচারপতি মো. বশির উল্লাহর হাইকোর্ট বেঞ্চ এ আদেশ দেয়।

আদালতে রিটের পক্ষে শুনানি করেন আইনজীবী সুরাইয়া নাসরিন।

পরে আইনজীবী সুরাইয়া নাসরিন জানান, কক্সবাজারের চকরিয়ার উপজেলার ভেওলা মানিকচর ইউনিয়নের পাহাড়িয়াপাড়া এলাকায় ৪১ একর খাস জমি আছে, যা সাধারণ মানুষ লিজ নিয়ে বসবাস করে আসছিল। সম্প্রতি সেই জমি খাস অবমুক্ত করে দেয় ভূমি অফিস। এটি চ্যালেঞ্জ করে গত ১৬ নভেম্বর হাইকোর্টে রিট দায়ের করেন আবু সিদ্দিকসহ ১১ জন স্থানীয় বাসিন্দা। সেই আবেদনের শুনানি নিয়ে আদালত আজকে ৪১ একর জমি বেচা-বিক্রি, হস্তান্তরের উপর ছয় মাসের স্থিতিবস্থা জারি করেছে। একই সঙ্গে রুল জারি হয়েছে। আগামী চার সপ্তাহের মধ্যে ভূমি সচিব, ঢাকার বিভাগীয় কমিশনার, কক্সবাজারের জেলা প্রশাসকসহ সংশ্লিস্টদের রুলের জবাব দিতে বলেছেন আদালত।

এ আইনজীবী বলেন, ’৪১ দশমিক ৬৮ একর সরকারি খাস জমি অবমুক্ত করেছে স্থানীয় ভূমি অফিস। ভূমি অফিসের একজন কর্মকর্তা নিজে পাওয়ার অব অ্যাটর্নি নিয়ে বরাদ্দ পাওয়া জমি বিক্রি করে দিয়েছেন। সেখানে ১৯৮১ সাল থেকে কয়েক হাজার মানুষ লিজ নিয়ে বসবাস করে আসছেন।

‘সেখানে সরকারি বিভিন্ন প্রকল্পও আছে। এরমধ্যে মুজিব বর্ষে প্রধানমন্ত্রীর দেয়া আশ্রয়ন প্রকল্প, সরকারি স্কুল, মসজিদ ও মাদ্রাসা আছে। খাস জমি বিক্রি ও জালিয়াতি নিয়ে স্থানীয় ভূমি কর্মকর্তা আবুল মনছুরের বিরুদ্ধে অভিযোগ উঠেছে। এ নিয়ে গণমাধ্যমে সংবাদ প্রকাশ হয়েছে।’

এ বিভাগের আরো খবর