গোপালগঞ্জে মিনিবাসে ট্রাকের ধাক্কায় একজন নিহত হয়েছেন।
ঢাকা-খুলনা মহাসড়কের গোপালগঞ্জ সদর উপজেলার সোনাসুর নামক স্থানে বুধবার ভোরে এ দুর্ঘটনা ঘটে।
নিহত ৫৬ বছর বয়সী ফারুক হোসেন পত্রিকা বহনকারী গাড়ির হেলপার ছিলেন। তার বাড়ি যশোর সদর উপজেলার বেজপাড়া উত্তরাংশ গ্রামে।
গোপালগঞ্জ সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) জাবেদ মাসুদ নিউজবাংলাকে এসব তথ্য জানান।
তিনি বলেন, ‘বুধবার ভোর আনুমানিক ৫টার দিকে ঢাকা থেকে খুলনার উদ্দেশ্যে ছেড়ে আসা পত্রিকাবাহী একটি মিনিবাস ঘটনাস্থলে এসে কুয়াশার কারণে ঝাপসা হয়ে গেলে গ্লাস মুছতে থাকে ওই হেলপার। এ সময় পেছন দিক থেকে একটি ট্রাক কুয়াশার কারণে দেখতে না পেয়ে মিনিবাসটিকে ধাক্কা লাগায়।
‘এতে মিনিবাসের গ্লাস মুছতে থাকা হেলপার ফারুক হোসেন ছিটকে পড়ে মারাত্মক আহত হয়। এ অবস্থায় তাকে উদ্ধার করে গোপালগঞ্জ ২৫০ শয্যাবিশিষ্ট জেনারেল হাসপাতালে নিয়ে গেলে চিকিসৎক মৃত ঘোষণা করেন।’
ট্রাক ও ট্রাকের চালক-হেলপারকে পুলিশ হেফাজতে রাখা রয়েছে। আইনি প্রক্রিয়া শেষে মরদেহ তার পরিবারের কাছে হস্তান্তর করা হয়েছে বলেও জানান তিনি।