রাজধানীর ধানমন্ডিতে কাভার্ড ভ্যানের চাপায় নিহত রিকশার দুই যাত্রী ছিলেন বন্ধু। বড় পর্দায় খেলা দেখতে দুইজন যাচ্ছিলেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের টিএসসিতে।
ধানমন্ডির রাসেল স্কয়ারে মঙ্গলবার রাত সাড়ে ১২টার দিকে এ দুর্ঘটনা ঘটে।
নিহতরা হলেন ৩৫ বছর বয়সী জাকির হোসেন ও ৩৭ বছর বয়সী জন বিশ্বাস।
এই দুর্ঘটনায় গুরুতর আহত একজন জাতীয় অর্থোপেডিক হাসপাতাল ও পুনর্বাসন প্রতিষ্ঠানে (পঙ্গু হাসপাতাল) চিকিৎসাধীন।
কলাবাগান থানার উপপরিদর্শক (এসআই) নজরুল ইসলাম বলেন, কাভার্ড ভ্যানটি মিরপুরের দিক থেকে আসছিল। রাসেল স্কয়ারে কাভার্ড ভ্যানটি নিয়ন্ত্রণ হারিয়ে তিনটি রিকশাকে চাপা দিয়ে ট্রাফিক বক্সে ধাক্কা দেয়। এতে ঘটনাস্থলেই জাকির ও জন মারা যান। তিনি জানান, এ ঘটনার পর কাভার্ড ভ্যানের চালক ও হেলপার পালিয়ে গেছেন। তবে ভ্যানটি জব্দ করা হয়েছে। মরদেহ দুটি ময়নাতদন্তের জন্য ঢাকা মেডিক্যাল কলেজ হাসপাতাল মর্গে রাখা হয়েছে।
নিহত জাকিরের মামা মো. আবদুর রহিম বলেন, ‘জাকির সাকসেস ডেন্টাল ল্যাবের টেকনিশিয়ান ছিল। রাতে বিশ্বকাপ খেলা দেখার জন্য দুই বন্ধু টিএসসি যাচ্ছিল। পথের মধ্যেই এ দুর্ঘটনা ঘটে। সংবাদ পেয়ে সকালে ঢাকা মেডিক্যালে হাসপাতালের মর্গে এসে মরদেহ দুটি শনাক্ত করি।’
তিনি জানান জাকিরের বাড়ি দিনাজপুরের খানসামা থানার গোয়ালডিহি গ্রামে। বর্তমানে তিনি রাজধানীর আদাবর এলাকায় ভাড়া বাসায় থাকতেন।
নিহত জনের ফুফাতো ভাই রাজু জানান, জনও সাকসেস ডেন্টাল ল্যাবের ল্যাবরেটরির টেকনিশিয়ান ছিলেন। খুলনা জেলার দাকোপ থানার লাউডোব গ্রামে তার বাড়ি। এরা দুই বন্ধু একসঙ্গে আদাবরে ভাড়া বাসায় থাকতেন।