ঢাকার হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে নির্মীয়মাণ তৃতীয় টার্মিনালে তেলবাহী দুটি ট্রাকে আগুনের সূত্রপাত জেনারেটরের বিদ্যুৎ স্পার্ক থেকে।
আর্মড পুলিশ ব্যাটালিয়নের (এপিবিএন) অতিরিক্ত পুলিশ সুপার মোহাম্মদ জিয়াউল হক নিউজবাংলাকে বুধবার দুপুরে এ তথ্য নিশ্চিত করেছেন।
বুধবার সকালে ওই আগুন লাগার খবর পেয়ে ফায়ার সার্ভিসের চারটি ইউনিট ঘটনাস্থলে গিয়ে আগুন নিয়ন্ত্রণে আনে।
অতিরিক্ত পুলিশ সুপার মোহাম্মদ জিয়াউল হক জানান, ঘটনার সময় পাশাপাশি দুটি ট্রাকের একটি থেকে অন্যটিতে তেল স্থানান্তরিত করা হচ্ছিল। এ কাজে ব্যবহৃত জেনারেটরে বিদ্যুৎ স্পার্ক হলে প্রথমে একটি ট্রাকে আগুন ধরে যায়। পরে সেখান থেকে আবার অন্য ট্রাকে আগুন ছড়িয়ে পড়ে।
তিনি বলেন, ‘বিমানবন্দরের অভ্যন্তরীণ কাজে ব্যবহারের জন্য বাইরে থেকে ডিজেল সরবারহ করা হয়। এ জন্য সরবরাহকারী প্রতিষ্ঠান তাদের নিজস্ব ব্যবস্থাপনায় ডিজেল সরবরাহ করে। অন্য দিনের মতো বুধবার সকালেও তেলের ট্রাক বিমানবন্দরে আসে।
‘আলিফ এন্টারপ্রাইজের ট্রাকটিতে ২৭ হাজার লিটার ডিজেল ছিল। ওই ট্রাকচালকের নাম মোস্তফা। এই ট্রাক থেকে পাশের ট্রাকে ডিজেল স্থানান্তর করার সময় জেনারেটরের স্পার্ক থেকে আগুন ধরে যায়।’