ফায়ার সার্ভিসের গণমাধ্যম বিভাগের ভারপ্রাপ্ত কর্মকর্তা মো. শাহজাহান শিকদার জানান, অগ্নিকাণ্ডে কেউ হতাহত হয়নি।
রাজধানীর হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরের নির্মাণাধীন তৃতীয় টার্মিনাল এলাকায় দুইটি তেলবাহী গাড়িতে অগ্নিকাণ্ড হয়েছে। ৪০ মিনিটের চেষ্টায় এ আগুন নিয়ন্ত্রণে আনে ফায়ার সার্ভিস সদস্যরা।
বুধবার সকাল ১০টা ১২ মিনিটে এ আগুনের সূত্রপাত হয়।
ফায়ার সার্ভিসের গণমাধ্যম বিভাগের ভারপ্রাপ্ত কর্মকর্তা মো. শাহজাহান শিকদার জানান, অগ্নিকাণ্ডে কেউ হতাহত হয়নি।
তিনি বলেন, বিমানবন্দরের তৃতীয় টার্মিনালে দুটি তেলবাহী গাড়িতে আগুন লাগার খবর পাই ১০টা ১২ মিনিটে। এরপর আমাদের চারটি ইউনিট ঘটনাস্থলে গিয়ে ১০টা ৫২ মিনিটে আগুন নিয়ন্ত্রণে আনে।
উত্তরা ফায়ার সার্ভিস স্টেশন থেকে দুটি ও কুর্মিটোলা থেকে দুটি মোট চারটি ইউনিট কাজ করেছে বলে জানান তিনি।