মেহেরপুরে অনলাইন জুয়ার মাধ্যমে বিদেশে অর্থপাচারের সঙ্গে সম্পৃক্ত থাকার অভিযোগে সাবেক ছাত্রলীগ নেতাসহ ছয়জনকে জিজ্ঞাসাবাদের জন্য আটক করেছে পুলিশ।
গাংনী বাসস্ট্যান্ড এলাকায় সিপুর ব্যক্তিগত কার্যালয় থেকে মঙ্গলবার রাতে তাদের পুলিশ হেফাজতে নেয়া হয়।
আটকরা হলেন- সাবেক ছাত্রলীগ নেতা শাহিদুজ্জামান সিপু, রবিউল ইসলাম, জুবায়ের হোসেন উজ্জল, বিপুল হোসেন, চঞ্চল হোসেন ও জিয়াউর রহমান।
মেহেরপুর জেলা পুলিশের অতিরিক্ত পুলিশ সুপার আজমল হোসেন নিউজবাংলাকে এসব তথ্য নিশ্চিত করেন।
তিনি জানান, গোপন সংবাদের মাধ্যমে জানা যায়, সাবেক জেলা ছাত্রলীগের সহসভাপতি ও সাবেক সংসদ সদস্য মকবুল হোসেনের একান্ত সহকারী গাংনী উত্তরপাড়া শাহিদুজ্জামান সিপুর ব্যক্তিগত কার্যালয়ে অনলাইনে জুয়া খেলা হয়, অনেক মানুষ এ জুয়া খেলার সঙ্গে সম্পৃক্ত এবং এর মাধ্যমে বিদেশেও অনেক টাকা পাচার হচ্ছে এমন অভিযোগে ডিবি ও গাংনী থানা পুলিশের দুটি দল রাতে সিপুর ব্যক্তিগত কার্যালয়ে অভিযান চালায়।
এ সময় সিপুসহ তার পাঁচজন সহকারীকে আটক করা হয়। তাদের ব্যবহৃত ১৪টি মোবাইল ডিভাইস জব্দ করে প্রাথমিক পরীক্ষা করা হচ্ছে এবং তাদের জিজ্ঞাসাবাদের জন্য পুলিশ হেফাজতে নেয়া হয়েছে।
জিজ্ঞাসাবাদ শেষে ও ডিভাইসগুলো প্রয়োজনীয় পরীক্ষা শেষে তাদের বিষয়ে পরবর্তী আইনি ব্যবস্থা নেয়া হবে বলেও জানান তিনি।
গত ২৮ নভেম্বর ২০২২ সোমবার রাতে জেলার গাংনী উপজেলায় বোমা বিস্ফোরণের ঘটনায় জেলা ছাত্রলীগের সাবেক সহসভাপতি মো. শাহিদুজ্জামান সিপু বাদী হয়ে বিশেষ ক্ষমতা ও বিস্ফোরক আইনে গাংনী থানায় ১১ জনের নাম উল্লেখ করে ২০জনকে আসামি করে একটি মামলা করার পরে তিনি জেলাব্যাপী আলোচিত হয়ে ওঠেন।