বাংলাদেশ

মতামত

খেলা

বিনোদন

জীবনযাপন

তারুণ্য

কিড জোন

অন্যান্য

রেস-জেন্ডার

ফ্যাক্ট চেক

স্বাস্থ্য

আন্তর্জাতিক

শিক্ষা

অর্থ-বাণিজ্য

বিজ্ঞান-প্রযুক্তি

২৪ ডিসেম্বরের মিছিল পিছিয়ে দিল বিএনপি

  •    
  • ১৩ ডিসেম্বর, ২০২২ ২১:৪৪

বিএনপির স্থায়ী কমিটির সদস্য বেগম সেলিমা রহমান নিউজবাংলাকে বলেন, ‘আমাদের কথা হয়েছিল ২৪ তারিখের কর্মসূচি পেছানো হবে। আজকের মধ্যেই কর্মসূচির পরিবর্তিত তারিখ নির্ধারণ হওয়ার কথা। মিছিলের জন্য ২৪ ডিসেম্বরের পর কাছাকাছি সময়েই কোনো একটি তারিখ নির্ধারণ হবে।’

আওয়ামী লীগের জাতীয় কাউন্সিলের কারণে ২৪ ডিসেম্বরের পূর্বঘোষিত মিছিল কর্মসূচি পিছিয়ে দিয়েছে বিএনপি। যুগপৎ আন্দোলনের এই প্রথম কর্মসূচি ৩০ ডিসেম্বর আয়োজনের সিদ্ধান্ত নেয়া হয়েছে।

বিএনপির স্থায়ী কমিটির একাধিক নেতা নিউজবাংলাকে এ তথ্য নিশ্চিত করেছেন।

স্থায়ী কমিটির সদস্য বেগম সেলিমা রহমান মঙ্গলবার রাতে নিউজবাংলাকে বলেন, ‘আমাদের মধ্যে কথা হয়েছিল ২৪ তারিখের কর্মসূচি পেছানো হবে। আজকের মধ্যেই কর্মসূচির পরিবর্তিত তারিখ নির্ধারণ হওয়ার কথা। মিছিলের জন্য ২৪ ডিসেম্বরের পর কাছাকাছি সময়ে কোনো একটি তারিখ নির্ধারণ হবে। তবে এ বিষয়ে এখনও আমি জানি না।’

কী কারণে কর্মসূচির তারিখ পেছানো হলো- এমন প্রশ্নের জবাবে সেলিমা রহমান বলেন, ‘ওই দিন নাকি রাজধানীতে আওয়ামী লীগের কাউন্সিল হবে। আমরা আসলে কোনো ধরনের সংঘাত চাই না। সে কারণেই আমাদের কর্মসূচির তারিখ পিছিয়ে দেয়ার সিদ্ধান্ত হয়েছে।’

স্থায়ী কমিটির আরেক সদস্য নাম প্রকাশ না করার শর্তে বলেন, ‘গতকাল (সোমবার) রাতে স্থায়ী কমিটির মিটিংয়ে ২৪ ডিসেম্বরের কর্মসূচি পিছিয়ে দেয়ার সিদ্ধান্ত হয়েছে।

‘মিটিংয়ে ২৪ ডিসেম্বরের বদলে ২২ অথবা ৩০ ডিসেম্বর নির্ধারণের প্রস্তাব তুলেছেন একাধিক নেতা। তবে ২০১৮ সালের ৩০ ডিসেম্বর সরকার ভোট ডাকাতি করেছিল। ওই ঘটনা বিবেচনায় নিয়ে ৩০ ডিসেম্বর ভোট ডাকাতির দিনই আমাদের মিছিল হবে।’

রাজধানীর গোলাপবাগ মাঠে ১০ ডিসেম্বর বিভাগীয় সমাবেশ থেকে ২৪ ডিসেম্বর মিছিলসহ সরকারবিরোধী আন্দোলনের ১০ দফা ঘোষণা করে বিএনপি। ওই সমাবেশ থেকে অন্যান্য রাজনৈতিক দলকেও এসব দাবি আদায়ে মাঠে নামার আহ্বান জানানো হয়। পরে সরকারবিরোধী বিভিন্ন রাজনৈতিক দল তাতে সংহতি জানায়।

বিএনপিসহ সরকারবিরোধী যুগপৎ আন্দোলনের প্রথম কর্মসূচি ছিল ২৪ ডিসেম্বরের এই মিছিল। এই কর্মসূচিতে জামায়াতে ইসলামীসহ সরকারবিরোধী বিভিন্ন রাজনৈতিক দলের মাঠে নামার কথা রয়েছে।

প্রসঙ্গত, আওয়ামী লীগের কাউন্সিলের দিনে বিএনপিসহ বিরোধী দলগুলোর মিছিল কর্মসূচি ঘোষণার সমালোচনা করে আসছিল ক্ষমতাসীন আওয়ামী লীগ।

মঙ্গলবার রাজধানীর শেরেবাংলা নগরে বাণিজ্য মেলার পুরনো মাঠে ঢাকা মহানগর উত্তর আওয়ামী লীগের সমাবেশে বিষয়টির উল্লেখ করে কড়া বক্তব্য দেন ওবায়দুল কাদের।

আওয়ামী লীগ সাধারণ সম্পাদক সমাবেশে বলেন, ‘১০ ডিসেম্বরের সমাবেশ থেকে বিএনপি তাদের ঘোষিত ১০ দফা দাবি আদায়ে ২৪ ডিসেম্বর মিছিলের ডাক দিয়েছে। অথচ সেদিন ঢাকার সোহরাওয়ার্দী উদ্যানে হবে আওয়ামী লীগের ২২তম জাতীয় সম্মেলন, এই ঘোষণা আসে ২৮ অক্টোবর। সেদিন সারা দেশ থেকে আসবেন আওয়ামী লীগের নেতা-কর্মীরা।’

এইদিন বিএনপির পাশাপাশি সমমনা দলগুলোও মাঠে নামার ঘোষণা দিয়ে রেখেছে, যাকে উসকানি হিসেবে দেখছেন কাদের।

আওয়ামী লীগ নেতা বলেন, ‘দুই মাস আগেই আমাদের দলের সম্মেলনের তারিখ নির্ধারণ করা হয়েছে। তা জানার পরও বিএনপি একই তারিখে রাজধানীসহ সারা দেশে জেলা ও মহানগর পর্যায়ে মিছিল করার কর্মসূচি দিয়েছে।

‘আওয়ামী লীগের সম্মেলনের তারিখ জেনেও বিএনপি গণমিছিলের আয়োজন করে আমাদের উসকানি দিচ্ছে। এর মাধ্যমে তারা গন্ডগোল বাঁধানোর চক্রান্ত করছে। আসলে বিএনপি এখন রাজনীতির মাঠে বেপরোয়া ড্রাইভার। তারা দেশে বিশৃঙ্খলা সৃষ্টির জন্য জঙ্গিদের মাঠে নামিয়েছে। আপনারা সতর্ক থাকবেন।’

স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খাঁন কামাল বিএনপিকে হুঁশিয়ার করে দিয়ে বলেন, ‘ভাঙচুর বা ষড়যন্ত্রের রাজনীতি করলে প্রতিহত করা হবে।’

এ বিভাগের আরো খবর