ওসি জানান, জমিজমা নিয়ে অনেকদিন ধরেই ওই গ্রামের মো. পয়াস ও বেল্লাল হোসেনের বিরোধ চলছিল। এরই জেরে মঙ্গলবার সকালে দুই পক্ষের সংঘর্ষ হয়।
জমির বিরোধের জেরে সংঘর্ষে নাটোরের বড়াইগ্রামে বেল্লাল হোসেন নামে এক বৃদ্ধ নিহত হয়েছেন। আহত হয়েছেন আরও ৩ জন।
উপজেলার নগর ইউনিয়নের মশিন্দা গ্রামে মঙ্গলবার সকাল সাড়ে ৭টার দিকে এই সংঘর্ষ হয়।
বড়াইগ্রাম থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আবু সিদ্দিক এসব নিশ্চিত করেছেন।
তিনি জানান, জমিজমা নিয়ে অনেকদিন ধরেই ওই গ্রামের মো. পয়াস ও বেল্লাল হোসেনের বিরোধ চলছিল। এরই জেরে মঙ্গলবার সকালে দুই পক্ষের সংঘর্ষ হয়। আহতদের উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেয়া হলে বেল্লালকে পাঠানো হয় রাজশাহী মেডিক্যাল কলেজ হাসপাতালে। সেখানে দুপুরে তার মৃত্যু হয়।
ঘটনার পর পুলিশ এলাকায় অভিযান চালিয়ে জিজ্ঞাসাবাদের জন্য ৯ জনকে আটক করে বলে জানান ওসি।