বাংলাদেশ

মতামত

খেলা

বিনোদন

জীবনযাপন

তারুণ্য

কিড জোন

অন্যান্য

রেস-জেন্ডার

ফ্যাক্ট চেক

স্বাস্থ্য

আন্তর্জাতিক

শিক্ষা

অর্থ-বাণিজ্য

বিজ্ঞান-প্রযুক্তি

১০ দফা দাবিতে ফরিদপুরে বিএনপির বিক্ষোভ সমাবেশ

  •    
  • ১৩ ডিসেম্বর, ২০২২ ২০:২০

সমাবেশে বক্তারা আওয়ামী লীগ সরকারের পদত্যাগসহ বিএনপি ঘোষিত ১০ দফা দাবিকে গণতন্ত্রের মুক্তির সনদ হিসেবে আখ্যায়িত করেন।

ফরিদপুরে আওয়ামী লীগ সরকারের পদত্যাগসহ ১০ দফা দাবিতে বিক্ষোভ সমাবেশ করেছে বিএনপির জেলা ও মহানগর শাখা।

মঙ্গলবার দুপুরে শহরের কোর্টপাড় এলাকায় বিক্ষোভ-পরবর্তী ওই সমাবেশ অনুষ্ঠিত হয়।

কোর্টপাড় এলাকার স্বাধীনতা চত্বর থেকে বিক্ষোভ মিছিলটি বের হয়ে কয়েকটি সড়ক প্রদক্ষিণ শেষে আবার স্বাধীনতা চত্বরেই ফিরে আসে।

পরে সমাবেশে বক্তব্য দেন জেলা বিএনপির যুগ্ম আহ্বায়ক আলী আশরাফ ওরফে নান্নু, জেলা বিএনপির সদস্যসচিব এ কে কিবরিয়া ওরফে স্বপন ও ফরিদপুর মহানগর বিএনপির সদস্যসচিব গোলাম মোস্তফা ওরফে মিরাজ।

বক্তারা দাবি করেন, এই সরকারের পদত্যাগ ছাড়া জাতির মুক্তি নেই। রাতের আঁধারের ভোটের সরকার জনগণের ভোট না নিয়ে জগদ্দল পাথরের মতো জাতির ঘাড়ে চেপে বসেছে।

বর্তমান সরকারকে ক্ষমতায় রেখে কোনো জাতীয় নির্বাচন হবে না জানিয়ে তারা এ সরকারকে পদত্যাগ করে নিরপেক্ষ সরকারের কাছে ক্ষমতা হস্তান্তরেরও দাবি জানান।

বক্তারা আওয়ামী লীগ সরকারের পদত্যাগসহ বিএনপি ঘোষিত ১০ দফা দাবিকে গণতন্ত্রের মুক্তির সনদ হিসেবে আখ্যায়িত করেন।

এ বিভাগের আরো খবর