ময়মনসিংহের তারাকান্দায় ট্রাকের চাপায় অটোরিকশার চালক ও এক যাত্রী নিহত হয়েছেন। আহত হয়েছেন আরেক যাত্রী।
উপজেলায় শেরপুর-ময়মনসিংহ সড়কের গোপালপুর খামার বাজার এলাকায় মঙ্গলবার বেলা ১১টার দিকে এ দুর্ঘটনা ঘটে।
নিহতরা হলেন- ফুলপুর উপজেলার সদর ইউনিয়নের সোহাগ মণ্ডল ও ইমাদপুর গ্রামের অটোরিকশাচালক হাফিজুল ইসলাম।
নিউজবাংলাকে বিষয়টি নিশ্চিত করেছেন তারাকান্দা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আবুল খায়ের।
স্থানীয়দের বরাত দিয়ে তিনি জানান, অটোরিকশাটি ময়মনসিংহের দিকে যাচ্ছিল। গোপালপুর খামার বাজার পর্যন্ত আসতেই বিপরীত দিক থেকে আসা একটি ট্রাক সেটিকে চাপা দেয়।
এতে অটোরিকশার চালকসহ ৩ জন গুরুতর আহত হন। স্থানীয়রা তাদের ময়মনসিংহ মেডিক্যাল কলেজ হাসপাতালে নিয়ে গেলে দুইজনের মৃত্যু হয়।