বাংলাদেশ

মতামত

খেলা

বিনোদন

জীবনযাপন

তারুণ্য

কিড জোন

অন্যান্য

রেস-জেন্ডার

ফ্যাক্ট চেক

স্বাস্থ্য

আন্তর্জাতিক

শিক্ষা

অর্থ-বাণিজ্য

বিজ্ঞান-প্রযুক্তি

সীমান্তে বিজিবির সোর্সকে কুপিয়ে হত্যা

  •    
  • ১৩ ডিসেম্বর, ২০২২ ১৮:১৬

সীমান্ত ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান ইশাবুল হক মিল্টন জানান, তারিক হোসেন বিজিবির সোর্স হিসেবে কাজ করতেন। মাদক ও স্বর্ণ চোরাচালানের তথ্য দিতেন। এরই জেরে তাকে হত্যা করা হয়েছে।

চুয়াডাঙ্গার জীবননগরে বর্ডার গার্ড বাংলাদেশ-বিজিরি এক সোর্সকে কুপিয়ে হত্যা করেছে দুর্বত্তরা। পুলিশ জানিয়েছে, মাদক কারবারিরা এই হত্যাকাণ্ডে জড়িত।

জীবননগরের গয়েশপুর সীমান্তের ৬৮ নম্বর মেইন পিলারের কাছে সোমবার রাতে বিজিবির সোর্স তারিক হোসেনকে কুপিয়ে জখম করা হয়। রাজধানীর ঢাকা মেডিক্যাল কলেজ হাসপাতালে মঙ্গলবার সকালে তার মৃত্যু হয়।

এসব নিশ্চিত করেছেন জীবননগর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আব্দুল খালেক।

তিনি স্থানীয়দের বরাতে জানান, সোমবার রাত ১টার দিকে সীমন্তের ওই এলাকায় বাংলাদেশের অভ্যন্তরে ভারত থেকে ফেনসিডিল আনার জন্য দাঁড়িয়ে ছিলেন কয়েক মাদককারবারি। এ সময় সেখানে তারিক হোসেনকে দেখে তাকে এলোপাতারি কুপিয়ে পালিয়ে যায়। স্থানীয়রা তাকে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেয়। পরে ঢাকা মেডিক্যালে তাকে পাঠানো হয়।

ওসি জানান, মঙ্গলবার সকালে ঢাকা মেডিক্যালে তারিকের মৃত্যু হয়।

সীমান্ত ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান ইশাবুল হক মিল্টন জানান, তারিক হোসেন বিজিবির সোর্স হিসেবে কাজ করতেন। মাদক ও স্বর্ণ চোরাচালানের তথ্য দিতেন। এরই জেরে তাকে হত্যা করা হয়েছে।

ঝিনাইদহ ৫৮ বিজিবির পরিচালক লে. কর্নেল শাহিন আজাদ জানান, তারিকের মতো যারা বিজিবিকে তথ্য সরবরাহ করে, তারাও চোরাকারবারির সঙ্গে জড়িত থাকে অনেক সময়। মাদক নিয়ে বিরোধের জেরেও এই হত্যাকাণ্ড ঘটে থাকতে পারে।

এ বিভাগের আরো খবর