ময়মনসিংহের নান্দাইলে জমিসংক্রান্ত বিরোধের জেরে জসিম উদ্দিন নামে একজনকে পিটিয়ে হত্যার অভিযোগ উঠেছে সহোদর ছোট ভাইয়ের বিরুদ্ধে।
মঙ্গলবার দুপুর ১টার দিকে উপজেলার চণ্ডীপাশা ইউনিয়নের নিজবানাইল এলাকায় এ ঘটনা ঘটে।
৬৫ বছর বয়সী জসিম উদ্দিন একই এলাকার মৃত আব্দুল গফুরের ছেলে।
নিউজবাংলাকে বিষয়টি নিশ্চিত করেছেন নান্দাইল মডেল থানার পরিদর্শক (তদন্ত) ওবায়দুল রাহমান।
স্থানীয়দের বরাতে তিনি জানান, জসিম উদ্দিন ও তার ছোট ভাই বাহার উদ্দিনের মধ্যে দীর্ঘদিন ধরে জমি নিয়ে বিরোধ চলছিল। এ নিয়ে দুজনের প্রায়ই কথা-কাটাকাটি হতো।
মঙ্গলবার দুপুর ১টার দিকে দুজনের মধ্যে কথা-কাটাকাটির একপর্যায়ে বাহার তার বড় ভাই জসিমকে লাঠি দিয়ে পিটিয়ে গুরুতর আহত করেন। পরে পরিবারের লোকজন তাকে উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।
পরিদর্শক ওবায়দুল রাহমান বলেন, ‘মরদেহটি উদ্ধার করে ময়নাতদন্তের জন্য ময়মনসিংহ মেডিক্যাল কলেজ হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে। এ ঘটনায় নিহতের পরিবারের পক্ষ থেকে মামলা প্রক্রিয়াধীন। হত্যায় জড়িত ব্যক্তিকে আইনের আওতায় আনতে চেষ্টা চলছে।’