আগামী ১ এপ্রিল থেকে রাজধানীতে টার্মিনাল ছাড়া আর কোথাও বাসের টিকিট কাউন্টার থাকতে পারবে না বলে জানিয়ে দিয়েছেন ঢাকা দক্ষিণ সিটি করপোরেশনের মেয়র শেখ ফজলে নূর তাপস। ঢাকা উত্তর সিটির মেয়র আতিকুল ইসলাম জানিয়েছেন, টার্মিনাল ছাড়া বাস পার্কিংও করা যাবে না।
আগামী ৩১ জানুয়ারি ঢাকা নগর পরিবহনের আরও একটি রুটে বাস চালুর ঘোষণাও দিয়েছেন তাপস। নতুন আরও দুটি রুট চালু হবে আগামী এপ্রিলে।
মঙ্গলবার নগর ভবনে রাজধানীর পরিবহন খাতে শৃঙ্খলা ফেরাতে গঠিত বাস রুট রেশনালাইজেশন কমিটির ২৫ তম সভা শেষে এই চারটি সিদ্ধান্ত জানানো হয়।
মেয়র তাপস বলেন, ‘আমরা দেখছি রাজধানীর বিভিন্ন সড়কে ব্যাঙের ছাতার মতো যত্রতত্র বাস কাউন্টার গড়ে উঠেছে। এগুলো আর থাকতে পারবে না। আজকের সভায় আমার সিন্ধান্ত নিয়েছি আগামী পয়লা এপ্রিল থেকে রাজধানীতে নির্দিষ্ট টার্মিনাল ব্যাতিত অন্য কোনো স্থানে কাউন্টার থাকতে পারবে না।’
মেয়র আতিক বলেন, ‘টার্মিনাল ব্যতীত রাস্তায় বাস পার্কিং করার জন্য শহরের বিভিন্ন জায়গায় যানজটের সৃষ্টি হয়। তাই টার্মিনাল ব্যতীত বাস পার্কিং বন্ধ করতে হবে।’
৩১ জানুয়ারিতে যে রুটে চলবে নগর পরিবহনের বাস
নতুন এই রুটে চলার জন্য ১০০টি বাস প্রস্তুত রাখা আছে বলে জানান মেয়র তাপস।
তিনি জানান, কেরানীগঞ্জের ঘাটারচর-ওয়াশপুর থেকে বসিলা হয়ে মোহাম্মদপুরের জাপান গার্ডেন সিটি হয়ে শ্যামলী। এরপর কলেজ গেট, আসাদ গেট, কলাবাগান, সায়েন্স ল্যাবরেটরি, শাহবাগ, মৎস্য ভবন, প্রেস ক্লাব হয়ে গুলিস্তান, দৈনিক বাংলা, রাজারবাগ হয়ে কমলাপুর। সেখান থেকে ধলপুর, যাত্রাবাড়ী, শনির আখড়া রায়েরবাগ, মাতুয়াইল, সাইনবোর্ড হয়ে চিটাগং রোড পর্যন্ত পর্যন্ত যাবে এই বাস।
এপ্রিলে চালু হবে আরও দুটি রুট। এর মধ্যে ২৪ নম্বর রুটটি ঘাটারচর, বসিলা, মোহাম্মদপুর বাসস্ট্যান্ড হয়ে, শিশুমেলা, আগারগাঁও, মিরপুর-১০ হয়ে কালসি ফ্লাইওভার হয়ে বিমানবন্দর সড়ক ধরে উত্তরার আব্দুল্লাহপুর পর্যন্ত যাবে।
২৫ নম্বর রুটটি হলো ঘাটারচর, বসিলা, মোহাম্মদপুর বাস স্ট্যান্ড, আসাদগেট, মানিক মিয়া এভিনিউ দিয়ে খামারবাড়ী হয়ে বিজয়সরণি দিয়ে বের হয়ে জাহাঙ্গীর গেইট, মহাখালী মোড়, কাকলী- বনানী হয়ে আব্দুল্লাহপুর পর্যন্ত যাবে।
মেয়র তাপস বলেন, ‘নগর পরিবহনে আমরা ভালো সাড়া পাচ্ছি। প্রতিদিন এই পরিবহনে ১৪ হাজার যাত্রী যাতায়াত করছে। এটা সন্তোষজনক। আমরা আশা করি নতুন রুটেও এমন সাফল্য আসবে।’
যেসব রুটে নগর পরিবহনের বাস চলে, সেসব রুটে আগামী ২০ ডিসেম্বর থেকে ৫ জানুযারি পর্যন্ত লেগুনা এবং রুট পারমিটহীন বাসের বিরুদ্ধে অভিযান চলবে বলেও জানান তিনি।
সভায় উত্তর সিটি করপোরেশনের মেয়রসহ পরিবহন মালিক সমিতি, বাংলাদেশ রোড ট্রান্সপোর্ট করপোরেশন-বিআরটিসি, ঢাকা পরিবহন সমন্বয় কর্তৃপক্ষের প্রতিনিধিরাও উপস্থিত ছিলেন।