রংপুর সিটি করপোরেশন নির্বাচনে ভেটাররা কোনো বাধার সম্মুখীন হবেন না বলে আশ্বস্ত করেছেন প্রধান নির্বাচন কমিশনার (সিইসি) কাজী হাবিবুল আউয়াল। তিনি বলেন, নির্ভয়ে ভোটকেন্দ্রে আসুন।
রংপুর জেলা প্রশাসক কার্যালয় মিলনায়তনে মঙ্গলবার দুপুর ১টায় সিটি করপোরেশন নির্বাচন উপলক্ষে আইনশৃঙ্খলা সভা শেষে সাংবাদিকদের এসব কথা বলেন সিইসি।
তিনি বলেন, ‘সর্বোচ্চ প্রস্তুতি আছে বলে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর দায়িত্বরতরা আশ্বস্ত করেছেন। নির্বাচনে আইনশৃঙ্খলা পরিস্থিতি ভালো থাকবে, কোনো অবনতি ঘটবে না।’
সুষ্ঠু নির্বাচন উপহার দিতে দায়িত্বরত পোলিং এজেন্টকেও পর্যবেক্ষণ করা হবে বলে জানান তিনি। জানান, তারা কোনো সমস্যা করলে তাদের বিরুদ্ধেও ব্যবস্থা নেয়া হবে।
সিসিটিভি ক্যামেরা দিয়ে ঢাকা এবং রংপুর থেকে নির্বাচন পর্যবেক্ষণ করা হবে বলে জানান সিইসি। তিনি বলেন, ‘কোথাও কোনো সমস্যা হলে সঙ্গে সঙ্গে ব্যবস্থা নেয়া হবে।’
জাতীয় নির্বাচনের প্রসঙ্গ টেনে প্রধান নির্বাচন কমিশনার বলেন, ‘আমরা চাই প্রতিটি দল নির্বাচনে এসে প্রতিদ্বন্দ্বিতাপূর্ণ পরিবেশ তৈরি করুক। বিএনপি নির্বাচনে এলে আমরা খুশি হব।’
সব দলকে নির্বাচনে অংশ নেয়ার আহ্বান জানান তিনি।
এ সময় নির্বাচন কমিশনার অবসরপ্রাপ্ত ব্রিগেডিয়ার জেনারেল মো. আহসান হাবিব খান, নির্বাচন কমিশন সচিব মো. জাহাঙ্গীর আলম, রিটার্নিং কর্মকর্তা আব্দুল বাতেন, বিভাগীয় কমিশনার সাবিরুল ইসলাম, পুলিশ কমিশনার নুরে আলম মিনা ও জেলা প্রশাসক ড. চিত্রলেখা নাজনীন উপস্থিত ছিলেন।
আসন্ন রংপুর সিটি করপোরেশন নির্বাচনের মেয়র পদে ৯ জন, সংরক্ষিত আসনের কাউন্সিলর পদে ৬৭ জন, সাধারণ কাউন্সিলর আসনের ১৭৯ জনসহ মোট ২৫৫ জন প্রতিদ্বন্দ্বিতা করছেন। ২৭ ডিসেম্বর রংপুর সিটির নির্বাচন হবে।