কুমিল্লায় বিজয় উৎসবে দেড়শ বীর মুক্তিযোদ্ধাকে সম্মাননা দেয়া হয়েছে।
মঙ্গলবার দুপুরে কুমিল্লা জেলা পরিষদ প্রাঙ্গণে এক নদী রক্ত পেরিয়ে শীর্ষক শিরোনামে আয়োজন করা হয় বিজয় উৎসবের।
এই উৎসবে প্রধান অতিথি ছিলেন ভাষা সৈনিক বীর মুক্তিযোদ্ধা তাজুল ইসলাম শিকারপুরী। তিনি যুদ্ধদিনের রোমহর্ষক স্মৃতিচারণ করেন।
বিশেষ অতিথি ছিলেন কুমিল্লা মহানগর আওয়ামী লীগের সভাপতি ও সদর আসনের সংসদ সদস্য ও বীর মুক্তিযোদ্ধা আ ক ম বাহাউদ্দিন বাহার।
বক্তব্য রাখেন কুমিল্লা সিটি করপোরেশনের মেয়র আরফানুল হক রিফাত, কুমিল্লা জেলা প্রশাসক মোহাম্মদ শামীম আলম ও পুলিশ সুপার আবদুল মান্নান।
সভাপতিত্ব করেন জেলা পরিষদের চেয়ারম্যান বীর মুক্তিযোদ্ধা মফিজুর রহমান বাবলু।
অনুষ্ঠানে অন্যান্যদের মাঝে আরও উপস্থিত ছিলেন কুমিল্লা জেলা পিপি জহিরুল ইসলাম সেলিম, কুমিল্লা ভিক্টোরিয়া সরকারি কলেজের সাবেক অধ্যক্ষ বীর মুক্তিযোদ্ধা ড. একেএম আসাদুজ্জামান, বীর মুক্তিযোদ্ধা কুতুবউদ্দিন হেলাল, লাকসাম উপজেলা পরিষদের চেয়ারম্যান মো. ইউনুছ ভূইয়া, জেলা পরিষদের সচিব হেলাল উদ্দিন আহমেদ, জেলা পরিষদের সদস্য ও কুমিল্লা মহানগর যুবলীগের আহ্বায়ক আবদুল্লাাহ আল মাহমুদ সহিদ।
অনুষ্ঠান সঞ্চালনায় ছিলেন সংগঠক নিজাম উদ্দিন রাব্বী ও রুবেল কুদ্দুস।