বাংলাদেশ

মতামত

খেলা

বিনোদন

জীবনযাপন

তারুণ্য

কিড জোন

অন্যান্য

রেস-জেন্ডার

ফ্যাক্ট চেক

স্বাস্থ্য

আন্তর্জাতিক

শিক্ষা

অর্থ-বাণিজ্য

বিজ্ঞান-প্রযুক্তি

ডিভিশন চেয়ে ফখরুল-আব্বাসের রিট

  •    
  • ১৩ ডিসেম্বর, ২০২২ ১২:১৫

মির্জা ফখরুল ও মির্জা আব্বাসকে ৮ ডিসেম্বর গভীর রাতে তাদের বাসা থেকে আটক করে মহানগর গোয়েন্দা পুলিশ। নয়াপল্টনে ককটেল হামলা মামলায় পরে তাদের গ্রেপ্তার দেখানো হয়।

কারাগারে ডিভিশন চেয়ে বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর ও বিএনপির স্থায়ী কমিটির সদস্য মির্জা আব্বাস রিট করেছেন।

মির্জা ফখরুলের স্ত্রী রাহাত আরা বেগম ও মির্জা আব্বাসের স্ত্রী আফরোজা আব্বাস মঙ্গলবার হাইকোর্টে এ রিট করেন।

গত ৭ ডিসেম্বর বিকেলে নয়াপল্টনে বিএনপির কেন্দ্রীয় কার্যালয়ের সামনে পুলিশের সঙ্গে বিএনপি নেতা-কর্মীদের সংঘর্ষ হয়। মির্জা ফখরুল ও মির্জা আব্বাসকে ৮ ডিসেম্বর গভীর রাতে তাদের বাসা থেকে আটক করে মহানগর গোয়েন্দা পুলিশ। পরে দুই নেতাকে নয়াপল্টনে ককটেল হামলা মামলায় গ্রেপ্তার দেখানো হয়। ৯ ডিসেম্বর ফখরুল ও আব্বাসকে কারাগারে পাঠায় আদালত।

রিটে কারাগারে তাদের দুজনকে ডিভিশন সুবিধা দেয়ার নির্দেশনা চাওয়া হয়েছে।

আদালত প্রাঙ্গণে মির্জা ফখরুলের স্ত্রী রাহাত আরা বেগম ও মির্জা আব্বাসের স্ত্রী আফরোজা আব্বাস। ছবি: নিউজবাংলা

ডিভিশন প্রদানের মাধ্যমে কারাগারে বিভিন্ন শ্রেণি-পেশার অপরাধীদের বিশেষ সুবিধা দেয়া হয়। কারাবিধি অনুযায়ী সাজাপ্রাপ্ত ব্যক্তিরা ডিভিশন-১, ডিভিশন-২, ডিভিশন-৩ ক্যাটাগরি অনুযায়ী কারাগারে থাকেন। এর মধ্যে গুরুত্বপূর্ণ বন্দিরা ডিভিশন-১ ও ২ ক্যাটাগরিতে থাকেন।

ডিভিশনের বিষয়ে বিকেলে বিচারপতি কে এম কামরুল কাদের ও বিচারপতি মোহাম্মদ আলীর হাইকোর্ট বেঞ্চে শুনানি হতে পারে বলে জানিয়েছেন তাদের আইনজীবী।

আদালতে রিটের পক্ষে রয়েছেন অ্যাডভোকেট এ জে মোহাম্মদ আলী, অ্যাডভোকেট জয়নুল আবেদীন, ব্যারিস্টার মাহবুব উদ্দিন খোকন, ব্যারিস্টার বদরুদ্দোজা বাদল, ব্যারিস্টার কায়সার কামাল, ব্যারিস্টার রুহুল কুদ্দুস কাজল প্রমুখ।

এ বিভাগের আরো খবর