ঘারিন্দা স্টেশন মাস্টার মো. সোহেল খান বলেন, ‘কন্ট্রোলে জানানো হয়েছে। উদ্ধারকারী ট্রেন এলে উদ্ধারকাজ শুরু হবে।’
টাঙ্গাইলের কালিহাতীর রাজাবাড়ীতে ময়মনসিংহ রেলক্রসিং এলাকায় মালবাহি ট্রেন লাইনচ্যুত হয়েছে।
সোমবার রাত সাড়ে ১০টায় উত্তরবঙ্গ থেকে ঢাকাগামী এমজি বিসি ব্লক নামে মালবাহী ট্রেনটি লাইনচ্যুত হয়।
ঘারিন্দা স্টেশন মাস্টার মো. সোহেল খান বিষয়টি নিশ্চিত করেছেন।
সোহেল খান জানান, রাত সাড়ে ১০টার দিকে উত্তরবঙ্গ থেকে ঢাকাগামী এমজি বিসি ব্লক নামে মালবাহী টেনটি লাইনচ্যুত হয়। এতে ঢাকা-উত্তরবঙ্গ রেল যোগাযোগ বন্ধ হয়ে গেছে।
তিনি বলেন, ‘কন্ট্রোলে জানানো হয়েছে। উদ্ধারকারী ট্রেন এলে উদ্ধারকাজ শুরু হবে।’