টাঙ্গাইলের ঘাটাইলে ট্রাকচাপায় মোটরসাইকেল আরোহী দুই স্কুলছাত্র নিহত হয়েছে। তাদের সঙ্গে বাইকে থাকা আরেক কিশোর আহত হয়ে চিকিৎসাধীন।
টাঙ্গাইল-ময়মনসিংহ মহাসড়কের উপজেলার বানিয়াপাড়া এলাকায় সোমবার রাতে এ দুর্ঘটনা ঘটে।
বিষয়টি নিশ্চিত করেছেন ঘাটাইল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আজহারুল ইসলাম সরকার।
নিহতরা হলো ঘাটাইল পৌরসভা এলাকার চান্দশী গ্রামের আব্দুস ছামাদের ছেলে সাবিক হাসান ও ঘাটাইল উত্তরপাড়ার মুক্তার আলীর ছেলে সুমন মিয়া। আর আহত কিশোরের নাম মো. সিয়াম। তারা ঘাটাইল সরকারি গণ উচ্চ বিদ্যালয়ের দশম শ্রেণিতে পড়ত।
ওসি আজহারুল ইসলাম জানান, তারা তিনজন স্কুলছাত্র ও বন্ধু; সোমবার রাতে বাইক নিয়ে ঘুরতে বের হয়েছিল। বেড়ানো শেষে ঘাটাইল যাওয়ার সময় বানিয়াপাড়া এলাকায় বিপরীত দিক থেকে আসা ট্রাকে চাপা পড়ে তাদের বাইক। ঘটনাস্থলেই দুজন মারা যায়।
তিনি জানান, আহত সিয়াম টাঙ্গাইল মেডিক্যাল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন।