নারায়ণগঞ্জ সিটি কর্পোরেশনের প্যানেল মেয়র নির্বাচিত হয়েছে আলোচিত সাত খুন মামলার ফাঁসির দণ্ডপ্রাপ্ত আসামি নূর হোসেনের ভাতিজাসহ তিনজন।
নাসিকের নগরভবনের সম্মেলন কক্ষে মেয়র ডা. সেলিনা হায়াৎ আইভী ও প্রধান নির্বাহী কর্মকর্তা শহীদুল ইসলামের উপস্থিতিতে সোমবার দুপুরে ভোট অনুষ্ঠিত হয়। এ সময় ৩৪ জন কাউন্সিলর তাদের ভোট দেন। অনুপস্থিত ছিলেন ২ জন।
নারায়ণগঞ্জ সিটি কর্পোরেশনের প্রধান নির্বাহী কর্মকর্তা শহীদুল ইসলাম জানান, নির্বাচনে বিনা প্রতিদ্বন্দ্বিতায় ‘প্যানেল মেয়র দুই’ নির্বাচিত হয়েছেন ৩ নম্বর ওয়ার্ড কাউন্সিলর শাহজালাল বাদল। এছাড়া ২০ ভোট পেয়ে ‘প্যানেল মেয়র এক’ নির্বাচিত হয়েছেন ১৭ নম্বর ওয়ার্ড কাউন্সিলর আব্দুল করিম বাবু এবং ‘প্যানেল মেয়র তিন’ নির্বাচিত হয়েছেন ১৩, ১৪ ও ১৫ নম্বর ওয়ার্ডের সংরক্ষিত নারী কাউন্সিলর শারমিন হাবিব বিন্নি।
এদের মধ্যে শাহজালাল বাদল আলোচিত সাত খুন মামলার ফাঁসির দণ্ডপ্রাপ্ত আসামি নূর হোসেনের ভাতিজা। তিনি সিদ্ধিরগঞ্জ থানা ছাত্রলীগের সাবেক আহ্বায়ক ছিলেন।
২০২১ সালে নারায়ণগঞ্জ সিটি করপোরেশনের ৩ নম্বর ওয়ার্ড সিদ্ধিরগঞ্জে গানবাজনা ‘সম্পূর্ণ নিষিদ্ধ’ ঘোষণা করে দেশব্যাপী আলোচনায় আসেন শাহজালাল বাদল। এ বিষয়ে তার একটি বক্তব্যের ভিডিও সামাজিক যোগাযোগমাধ্যমে সে সময় ভাইরাল হয়।
২০২২ সালের শুরুর দিকে তার বিরুদ্ধে নানা অভিযোগ তুলে সংবাদ সম্মেলন করে তার স্ত্রী।