সোলায়মান হক জোয়ার্দার ছেলুন আবারও চুয়াডাঙ্গা জেলা আওয়ামী লীগের সভাপতি এবং আজাদুল ইসলাম সাধারণ সম্পাদক নির্বাচিত হয়েছেন।
সোমবার সন্ধ্যায় এ তথ্য জানান আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক আ ফ ম বাহাউদ্দিন নাছিম।
তিনি জানান, সম্মেলন শেষে চুয়াডাঙ্গা জেলা আওয়ামী লীগ কার্যালয়ে কাউন্সিলরদের নিয়ে বৈঠক শেষে সভাপতি ও সাধারণ সম্পাদকের নাম ঘোষণা করা হয়। পরে পূর্ণাঙ্গ কমিটি করা হবে।
সকালে শহরের টাউন ফুটবল মাঠে জাতীয় ও দলীয় পতাকা উত্তোলনের মধ্য দিয়ে সম্মেলনের আনুষ্ঠানিকতা শুরু হয়।
সম্মেলন উদ্বোধন করেন আওয়ামী লীগের সভাপতিমণ্ডলীর সদস্য কাজী জাফরউল্যাহ। প্রধান অতিথি হিসেবে ভার্চুয়ালি বক্তব্য দেন দলটির সাধারণ সম্পাদক ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের।
অন্যদের মধ্যে বক্তব্য দেন আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক আ ফ ম বাহাউদ্দিন নাছিম ও খুলনা বিভাগের দায়িত্বপ্রাপ্ত সাংগঠনিক সম্পাদক বি এম মোজাম্মেল হক।
২০১৫ সালের ২ ডিসেম্বর একই মাঠে জেলা আওয়ামী লীগের সবশেষ সম্মেলন হয়। এদিন কাউন্সিলে সোলায়মান হক জোয়ার্দার ছেলুনকে সভাপতি ও আজাদুল ইসলামকে সাধারণ সম্পাদক ঘোষণা করা হয়েছিল।