যতই হুংকার দিক, বিএনপি জীবনেও ক্ষমতায় আসতে পারবে না বলে মন্তব্য করেছেন বাগেরহাট-১ আসনের সংসদ সদস্য শেখ হেলাল উদ্দিন।
বাগেরহাটের চিতলমারী উপজেলার নালুয়া ফুটবল মাঠে সোমবার দুপুরে দরিদ্র ব্যক্তিদের মধ্যে শীতবস্ত্র বিতরণের সময় তিনি এই মন্তব্য করেন।
শেখ হেলাল বলেন, ‘বিএনপি যতই হুংকার করুক, বাংলাদেশের মানুষ যদি ঐক্যবদ্ধ থাকে ওরা জীবনেও ক্ষমতায় আসতে পারবে না। তাদের সেই জোর নেই, ওদের পায়ের নিচে মাটি নেই। তাদের নেতা তারেক রহমান নাকি ১১ ডিসেম্বর দেশে আসবেন। কই ১১ তারিখ তো পার হয়ে গেছে, তারেক তো পালিয়েছেন।’
তিনি আরও বলেন, ‘তারেক মুচলেকা দিয়ে বিদেশে গেছেন। খালেদা জিয়ার নামে যে মামলা, সেই মামলা তো খালেদা জিয়ার নিজের লোকেরাই দিয়ে গেছেন। মইনুল বুবু বলে খালেদা জিয়াকে সালাম করতেন, সেই বুবুকেই মইনুল মামলা দিয়ে গেছেন। এই মামলা তো আওয়ামী লীগ দেয়নি। এখানে আওয়ামী লীগের দোষ কি?
‘বঙ্গবন্ধুর কন্যা শেখ হাসিনা আমাদের মাঝে আছেন। তার নেতৃত্বে দেশ চলছে। আপনারা ঐক্যবদ্ধ থাকুন, ভবিষ্যতেও শেখ হাসিনার নেতৃত্বে দেশ চলবে।’
অনুষ্ঠানে অন্যদের মধ্যে বক্তব্য দেন আওয়ামী লীগ কেন্দ্রীয় সাংগঠনিক সম্পাদক এস এম কামাল হোসেন, বাগেরহাটের পুলিশ সুপার কে এম আরিফুল হক, চিতলমারী উপজেলা চেয়ারম্যান অশোক কুমার বড়াল, উপজেলা নির্বাহী কর্মকর্তা সাইয়েদা ফয়জুন্নেছা, উপজেলা আওয়ামী লীগ সভাপতি বাবুল হোসেন খান, সহসভাপতি তাইজুল ইসলাম তারা, সাধারণ সম্পাদক পীযুষ রায় প্রমুখ।