নরসিংদীর বেলাবতে ট্রাক্টরের চাপায় বাইক আরোহী কিশোর নিহত হয়েছে।
উপজেলার আমলাব ইউনিয়নের রাজারবাগ বহুমুখী উচ্চবিদ্যালয়সংলগ্ন এলাকায় সোমবার সকালে এই দুর্ঘটনা ঘটে।
১৬ বছর বয়সী মো. আরিয়ান উপজেলার গাংকুল পাড়ার আরিফ মিয়ার ছেলে। সে বেলাব হাফিজিয়া মাদ্রাসার ছাত্র ছিল।
বেলাব থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি-তদন্ত) ফরিদ উদ্দিন খান নিউজবাংলাকে এসব তথ্য নিশ্চিত করেছেন।
এলাকাবাসী ও প্রত্যক্ষদর্শীদের বরাতে তিনি জানান, সকালে ইটবোঝাই ইছারমাতা গাড়িটি বেপরোয়া গতিতে বেলাব হতে বটেশ্বর বাজারের দিকে যাচ্ছিল। এ সময় বিপরীত দিক থেকে আসা মোটরসাইকেলে আরিয়ান ও তার বন্ধু সোহানের মোটরসাইকেলে টাক্টরটি চাপা দেয়।
এ ঘটনায় মোটরসাইকেলের পেছনে থাকা আরিয়ান ছিটকে পড়ে ট্রাক্টরের চাকায় পিষ্ট হয়ে ঘটনাস্থলেই মারা যায়। দুর্ঘটনার পর ট্রাক্টরের চালক রুকন মিয়া পালিয়ে যান।
এ ব্যাপারে স্থানীয় চেয়ারম্যান নুরুল হাসান ভূঁইয়া বলেন, ‘অদক্ষ চালক আর অনুমোদনহীন গাড়ির কারণে প্রায় সময়ই দুর্ঘটনা ঘটে। আমরা অবৈধ গাড়ি বন্ধে প্রশাসনের দৃষ্টি আকর্ষণ করছি।’
ওসি ফরিদ উদ্দিন খান বলেন, 'ঘটনাস্থলে গিয়ে মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য নরসিংদী সদর হাসপাতালে পাঠিয়েছি। এ ব্যাপারে আইনি ব্যবস্থা নেয়া হবে।'