মাওলানা আব্দুল হামিদ খান ভাসানীর জন্ম ও মৃত্যুবার্ষিকী রাষ্ট্রীয়ভাবে পালনের দাবি জানিয়েছেন বাংলাদেশ ন্যাশনাল আওয়ামী পার্টি (ন্যাপ ভাসানী) ও ভোটার মঞ্চ।
সোমবার জাতীয় প্রেসক্লাবে সামনে মওলানা ভাসানীর ১৪২তম জন্মবার্ষিকী উপলক্ষে মানববন্ধনে এ দাবি জানানো হয়।
মানববন্ধন থেকে জাতীয় সংসদ নির্বাচনে নিবন্ধনের বিধান বাতিল করার পাশাপাশি সহজভাবে নিবন্ধন দেয়ারও দাবি তোলা হয়।
ন্যাপ ভাসানীর চেয়ারম্যান বঙ্গদীপ এম এ ভাসানী বলেন, ‘আজ রাষ্ট্রের উচিত ছিল রাষ্ট্রীয়ভাবে মওলানা ভাসানীর জন্মবার্ষিকী উদযাপন করা। অথচ তারা ভাসানীর অবদানকে ভুলে গেছে। আমাদের দাবি মওলানা ভাসানীর মৃত্যুবার্ষিকী ও ১২ ডিসেম্বর জন্মবার্ষিকী রাষ্ট্রীয়ভাবে পালন করা হোক।’
তিনি আরও বলেন, ‘এ দেশে ৫ বছর অন্তর অন্তর নিবন্ধনের বিধান বাতিল করতে হবে। ৩০০ আসনের প্রার্থী দেয়ার মত যোগ্যতা সম্পন্ন দল পাশাপাশি ৩০টি আসনের নিচে প্রার্থী দেয়ার দলগুলোর শর্ত কখনই এক হতে পারে না। এখানে ভিন্নতা আনতে হবে। কাজেই নিবন্ধন প্রথা সহজ করার শর্তে সকল দলের অংশগ্রহণ অনিবার্য হয়ে পড়েছে।’
ন্যাপ ভাসানীর চেয়ারম্যান বঙ্গদীপ মানববন্ধনের সভাপতিত্ব করেন।