রাজধানীর বিমানবন্দর সড়কে মোটরসাইকেলের ধাক্কায় এক শিশু গুরুতর আহত হয়েছে। শনিবার বেলা ২টার দিকে এ দুর্ঘটনা ঘটে।
আহত শিশুর নাম জাকির হোসেন। তার বয়স ১০।
জাকিরকে হাসপাতালে নিয়ে আসা প্রত্যয় নামের এক পথচারী বলেন, ‘দুপুরের দিকে বিমানবন্দর এলাকা দিয়ে যাচ্ছিলাম। দেখি তিন পথশিশু রক্তাক্ত অবস্থায় তাদের সঙ্গী জাকিরকে নিয়ে রাস্তা পার হচ্ছে। অন্য কেউ এগিয়ে আসছে না।
‘এই অবস্থায় শিশুটিকে কুর্মিটোলা জেনারেল হাসপাতালে নিয়ে যাওয়া হয়। সেখানে প্রাথমিক চিকিৎসার পর সন্ধ্যা ৭টার দিকে ঢাকা মেডিক্যাল কলেজ হাসপাতালে পাঠানো হয়। সেখানে অস্ত্রোপচারের পর রাতে তাকে ভর্তি করা হয়।
জাকিরের এক বন্ধু বলে, ‘আমরা বিমানবন্দর রেলস্টেশনে ঘুমাই। জাকির ভিক্ষা করে, আমি ট্রেনে পানি বিক্রি করি। দুপুরে রাস্তা পার হওয়ার সময় মোটরসাইকেল জাকিরকে ধাক্কা দেয়। ফাঁকা রাস্তা পেয়ে মোটরসাইকেলচালক পালিয়ে যান।’
অন্যদিকে কমলাপুর স্টেশনে চলন্ত ট্রেনের নিচে পড়ে শিলা আক্তার মিম নামের এক তরুণীর ডান হাত বিচ্ছিন্ন হয়ে গেছে। গুরুতর আহত অবস্থায় তাকে ঢাকা মেডিক্যাল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে।
শনিবার রাত সাড়ে ৯টার দিকে এই দুর্ঘটনা ঘটে।
শিলাকে হাসপাতালে নিয়ে আসা পথচারী আতিকুর রহমান বলেন, ‘আমি কমলাপুর স্টেশনে হকারি করি। রাতে কমলাপুর স্টেশনের রেল ওয়ার্কশপের সামনে চিৎকার এবং হইচই শুনতে পাই। গিয়ে দেখি অচেতন হয়ে পড়ে আছে একটা মেয়ে। তার ডান হাত বিচ্ছিন্ন।
‘তাকে ঢাকা মেডিক্যালে নিয়ে আসার পর রাত ১২টার দিকে অস্ত্রোপচার করা হয়। রোববার সকালে ২০৬ নম্বর ওয়ার্ডে তাকে ভর্তি করা হয়।’
ঢামেক পুলিশ ক্যাম্পের ইনচার্জ মোহাম্মদ বাচ্চু মিয়া বলেন, ‘দুজনকেই সার্জারি ২০৬ নম্বর ওয়ার্ডে ভর্তি রাখা হয়েছে। বিষয়গুলো সংশ্লিষ্ট থানাগুলোকে অবগত করা হয়েছে।’