বাংলাদেশ

মতামত

খেলা

বিনোদন

জীবনযাপন

তারুণ্য

কিড জোন

অন্যান্য

রেস-জেন্ডার

ফ্যাক্ট চেক

স্বাস্থ্য

আন্তর্জাতিক

শিক্ষা

অর্থ-বাণিজ্য

বিজ্ঞান-প্রযুক্তি

বিএনপির ৬ এমপির আসন শূন্য

  •    
  • ১১ ডিসেম্বর, ২০২২ ২১:২৬

বিএনপির সাত এমপি পদত্যাগপত্র দিলেও চাঁপাইনবাবগঞ্জ-৩ আসনের সংসদ সদস্য মো. হারুনুর রশীদ দেশের বাইরে অবস্থান করায় তার আবেদন গ্রহণ করা হয়নি। সংবিধান আনুযায়ী, আসন শূন্য ঘোষণার ৯০ দিনের মধ্যে উপনির্বাচনের বাধ্যবাধকতা রয়েছে।

চলতি একাদশ জাতীয় সংসদে বিএনপির প্রতিনিধিত্ব করছেন এমন ছয় সংসদ সদস্যের পদত্যাগের কারণে ছয়টি আসন শূন্য ঘোষণা করেছে জাতীয় সংসদ সচিবালয়। রোববার সন্ধ্যায় ছয়টি আসন শূন্য ঘোষণা করে আলাদা ছয়টি গেজেট প্রকাশ করা হয়েছে।

যে ছয়টি আসন শূন্য ঘোষণা করা হয়েছে, সেগুলো হলো: চাঁপাইনবাবগঞ্জ-২ , ব্রাহ্মণবাড়িয়া-২, বগুড়া-৪, বগুড়া–৬, ঠাকুরগাঁও-৩ এবং রুমিন ফারহানার সংরক্ষিত নারী আসন।

বিএনপির সাত এমপির পদত্যাগপত্র জমা দেয়া হলেও চাঁপাইনবাবগঞ্জ-৩ আসনের সংসদ সদস্য মো. হারুনুর রশীদ দেশের বাইরে অবস্থান করায় তার আবেদন গ্রহণ করা হয়নি। সংবিধান আনুযায়ী, আসন শূন্য ঘোষণার ৯০ দিনের মধ্যে উপনির্বাচনের বাধ্যবাধকতা রয়েছে।

জাতীয় সংসদ সচিবালয়ের সচিব কে এম আব্দুস সালামের সই করা আলাদা ছয়টি গেজেটে বলা হয়েছে, ‘বাংলাদেশ জাতীয় সংসদের মাননীয় সংসদ সদস্য মো. আমিনুল ইসলাম, আবদুস সাত্তার, মো. মোশাররফ হোসেন, গোলাম মোহাম্মদ সিরাজ, জাহিদুর রহমান এবং রুমিন ফারহানা রোববার পদত্যাগ করায় একাদশ জাতীয় সংসদের চাঁপাইনবাবগঞ্জ-২, ব্রাহ্মণবাড়িয়া-২, বগুড়া-৪, বগুড়া-৬, ঠাকুরগাঁও-৩ এবং ৩৫০ মহিলা আসনটি উক্ত তারিখে শূন্য হয়েছে।’

নির্বাচনকালীন নির্দলীয় সরকারের দাবিতে আন্দোলনে আছে বিএনপি। তাদের সাত সংসদ সদস্যের পদত্যাগের সিদ্ধান্তের ঘোষণা আসে শনিবার ঢাকার গণসমাবেশ থেকে।

রাজধানীর গোলাপবাগ মাঠে বিএনপির বিভাগীয় সমাবেশে বগুড়া-৬ আসনের সংসদ সদস্য জি এম (গোলাম মোহাম্মদ) সিরাজ এবং রুমিন ফারহানা এই ঘোষণা দেন।

সংবিধানের ৬৭(২) অনুচ্ছেদে সংসদ সদস্যদের পদত্যাগের প্রক্রিয়ার উল্লেখ রয়েছে। এতে বলা হয়, ‘কোনো সংসদ-সদস্য স্পিকারের নিকট স্বাক্ষরযুক্ত পত্রযোগে স্বীয় পদ ত্যাগ করিতে পারিবেন, এবং স্পিকার- কিংবা স্পিকারের পদ শূন্য থাকিলে বা অন্য কোনো কারণে স্পিকার স্বীয় দায়িত্ব পালনে অসমর্থ হইলে ডেপুটি স্পিকার- যখন উক্ত পত্র প্রাপ্ত হন, তখন হইতে উক্ত সদস্যের আসন শূন্য হইবে।’

জাতীয় সংসদের স্পিকার ড. শিরীন শারমিন চৌধুরীর কাছে রোববার পদত্যাগপত্র জমা দেন বিএনপির সংসদ সদস্যরা। পদত্যাগপত্র জমা দিতে সংসদ ভবনে যান চাঁপাইনবাবগঞ্জ-২ আসনের আমিনুল ইসলাম, বগুড়া-৪ আসনের মোশাররফ হোসেন, বগুড়া-৬ আসনের জি এম সিরাজ, ঠাকুরগাঁও-৩ আসনের জাহিদুর রহমান ও সংরক্ষিত আসনের এমপি রুমিন ফারহানা।

অসুস্থ থাকায় পদত্যাগপত্র জমা দিতে আসতে পারেননি ব্রাহ্মণবাড়িয়া-২ আসনের এমপি উকিল আবদুস সাত্তার ভূঁইয়া। তবে সংসদ সচিবালয় বিচার-বিবেচনা করে তার পদত্যাগপত্র গ্রহণ করেছে বলে জানিয়েছে।

বিএনপির সাত এমপির মধ্যে চাঁপাইনবাবগঞ্জ-৩ আসনের সংসদ সদস্য হারুনুর রশীদ বর্তমানে অস্ট্রেলিয়ায় আছেন। ফলে ঘোষণা অনুযায়ী রোববার দলটির পাঁচ সদস্য স্পিকারের কাছে সরাসরি পদত্যাগপত্র জমা দিলেও হারুনুর রশীদের আবেদন গ্রহণ করা হয়নি।

অস্ট্রেলিয়ায় অবস্থানরত বিএনপির সংসদ সদস্য হারুনুর রশীদ শনিবার নিউজবাংলাকে জানান, দেশে ফেরার পর তিনি স্পিকারের কাছে পদত্যাগপত্র দেবেন। নিউজবাংলাকে ফোনে তিনি বলেন, ‘রোবাবার সবার (পদত্যাগপত্র) জমা দেয়ার কথা আছে। তবে আমি তো দেশের বাইরে আছি।’ কবে পদত্যাগপত্র জমা দেবেন জানতে চাইলে তিনি বলেন, ‘আগে দেশে আসি।’ কবে দেশে ফিরতে পারেন প্রশ্ন করলে হারুনুর রশীদ বলেন, ‘আমি ২০ (ডিসেম্বর) তারিখ দেশে ফিরব।’

এ বিভাগের আরো খবর