জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের (জবি) সঙ্গে শিক্ষা ও গবেষণা খাতে কাজ করবে ইউরোপের দেশ রোমানিয়ার ওরেডিয়া বিশ্ববিদ্যালয়।
রোববার (১১ ডিসেম্বর) বেলা সাড়ে ১১টায় বিশ্ববিদ্যালয়ের একটি গবেষক দল জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের দায়িত্বপ্রাপ্ত উপাচার্য অধ্যাপক ড. কামালউদ্দীন আহমদের সঙ্গে সাক্ষাৎ শেষে গবেষণার ক্ষেত্রে এক সঙ্গে কাজ করার কথা জানায়।
গবেষক দলের পক্ষ থেকে বলা হয়, ‘আমাদের বিশ্ববিদ্যালয়ে বাংলাদেশের কিছু শিক্ষার্থী মেডিসিন অনুষেদে পড়াশোনা করছেন। তবে যদি ভূগোল বিভাগে কেউ পড়তে যান তাকে অগ্রিম অভিনন্দন।’
বাংলাদেশি অন্যান্য বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী ও গবেষকরাও রোমানিয়ার দ্য ইউনিভার্সিটি অব ওরেডিয়ায় নানা ধরনের গবেষণার সুবিধা পাবেন বলে জানান তারা।
জবির ভূগোল ও পরিবেশ বিভাগের অধ্যাপক ড. মল্লিক আকরাম হোসেনের আমন্ত্রণে ওরেডিয়া বিশ্ববিদ্যালয়ের তিন সদস্যের গবেষক দল পরিদর্শনে আসে। গবেষক দলের প্রধান ওরেডিয়া বিশ্ববিদ্যালয়ের জিওগ্রাফি, ট্যুরিজম অ্যান্ড স্পোর্ট অনুষদের ডিন ড. আলেক্সজান্ডার।
দলের অন্য সদস্যরা হলেন একই অনুষদের অধ্যাপক ড. ডোরিনা ক্যামেলিয়া এবং সহকারী অধ্যাপক ড. টিউডর ইউলিয়ান।
এর আগে, গবেষক দল ভূগোল ও পরিবেশ বিভাগের সেমিনার কক্ষে বিভাগের শিক্ষক ও শিক্ষার্থীদের সঙ্গে শিক্ষা ও গবেষণা বিষয়ে মতবিনিময় করেন।
এ সময় রোমানিয়ার ভৌগলিক নানা দিক নিয়ে তথ্যচিত্র প্রদর্শন করা হয়। এছাড়া রোমানিয়ায় ভূগোল ও পরিবেশ বিভাগের শিক্ষার্থীদের বৃত্তি নিয়ে পড়তে যাওয়াসহ নানা প্রশ্নের উত্তর দেন তারা।
মতবিনিময় সভায় লাইফ অ্যান্ড আর্থ সায়েন্স অনুষদের ডিন অধ্যাপক ড. মো. মনিরুজ্জামান খন্দকার, ভূগোল ও পরিবেশ বিভাগের অধ্যাপক ড. মল্লিক আকরাম হোসেন, বিভাগের চেয়ারম্যান অধ্যাপক ড. আব্দুল কাদের, অধ্যাপক ড. মো. মনিরুজ্জমান, ড. নিগার সুলতানা, এন এম রিফাত নাসের, ড. নাজমুন নাহার, মো. মহিউদ্দিন, মো. আশ্রাফ উদ্দিন, ড. রিফফাত মাহমুদ ও সামিনা বেগমসহ বিভাগের বিভিন্ন ব্যাচের শিক্ষার্থীরা উপস্থিত ছিলেন।