ফোর্বস ম্যাগাজিনের ২০২২ সালের ক্ষমতাধর ১০০ নারীর তালিকায় স্থান পেয়েছেন শেখ হাসিনা। বাংলাদেশের প্রধানমন্ত্রী তালিকায় ৪২ নম্বরে আছেন।
তালিকাটি মঙ্গলবার প্রকাশ করে ফোর্বস। বাংলাদেশের প্রধানমন্ত্রী শেখ হাসিনা সম্পর্কে যুক্তরাষ্ট্রভিত্তিক প্রভাবশালী সংবাদমাধ্যমটি বলছে, তিনি বাংলাদেশের ইতিহাসে সবচেয়ে লম্বা সময় ধরে প্রধানমন্ত্রীর দায়িত্বে আছেন। বর্তমানে তার প্রধানমন্ত্রিত্বের চতুর্থ মেয়াদ চলছে।
ফোর্বস লিখেছে, বাংলাদেশে একটি স্থিতিশীল গণতন্ত্র প্রতিষ্ঠার লক্ষ্যে লড়াই চালিয়ে যেতে হচ্ছে শেখ হাসিনাকে।
এতে আরও বলা হয়, বাংলাদেশের ইতিহাসে সবচেয়ে দীর্ঘস্থায়ী প্রধানমন্ত্রী শেখ হাসিনা। তিনি সবশেষ চতুর্থ মেয়াদে জয়ী হয়েছেন, যা তার টানা তৃতীয় মেয়াদ।
‘বর্তমান মেয়াদে যাকে তিনি নিজের শেষবারের প্রধানমন্ত্রিত্ব হিসেবে ভাবছেন, এ সময় তিনি খাদ্য নিরাপত্তা, শিক্ষা ও স্বাস্থ্যসেবার মতো বিষয়গুলো নিয়ে আরও কাজ করার পরিকল্পনা সাজিয়েছেন।’
শেখ হাসিনা ও তার দল আওয়ামী লীগ বাংলাদেশের নির্বাচনে ভোটারদের দমনের অভিযোগ অস্বীকার করেছে বলেও উল্লেখ করেছে ফোর্বস।
ফোর্বসের গত বছরের সবচেয়ে ক্ষমতাধর নারীর তালিকায় শেখ হাসিনা ছিলেন ৪৩ নম্বরে। এর আগের বছর তিনি ছিলেন ৩৯-এ।
প্রতিবছরের শেষে বিশ্বের রাজনীতি, মানবসেবা, ব্যবসা এবং গণমাধ্যম খাতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখা ১০০ ক্ষমতাধর নারীর তালিকা প্রকাশ করে যুক্তরাষ্ট্রভিত্তিক ম্যাগাজিন ফোর্বস।